ঢাকা, শনিবার, ২ আগস্ট ২০২৫, ১৮ শ্রাবণ ১৪৩২

‘সিট বাতিল’ ইস্যুতে চবি প্রশাসনের নতুন বার্তা

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ আগস্ট ০২ ১৫:২৬:৩৬
‘সিট বাতিল’ ইস্যুতে চবি প্রশাসনের নতুন বার্তা

রাত ১০টার পর হলে ফিরলে সিট বাতিল-এমন খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর নাজমুল হোসাইন। গণমাধ্যমে প্রচারিত তথ্যকে ‘ভুল’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তিনি বলেন, কারও সিট বাতিলের কোনো হুমকি দেওয়া হয়নি বরং নির্দিষ্ট কয়েকটি অন্ধকার ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হলে ফিরতে বলা হয়েছিল।

সহকারী প্রক্টর নাজমুল বলেন, “প্রক্টরিয়াল টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেদিন রাত সাড়ে ৯টার দিকে আমরা বোটানিক্যাল গার্ডেন ও বায়োলজিকাল ফ্যাকাল্টির আশপাশে ছিলাম। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তার খাতিরে পরামর্শমূলক কথা হয়েছে কিন্তু সিট বাতিলের কোনো কথা বলা হয়নি।”

তিনি আরও যোগ করেন, “সান্ধ্য আইন কিংবা মাইকিংয়ের যে অভিযোগ উঠেছে সেটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। লেডিস ঝুপড়ি এলাকায় মাঝেমধ্যে গাঁজার আসর বসে এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই অঞ্চল থেকে শিক্ষার্থীদের হলে ফিরতে বলেছি, অন্য কিছু নয়।”

তবে ঘটনার পরদিন কয়েকজন ছাত্রী অভিযোগ করেন রাত ১০টার পর হলে ফিরলে সিট বাতিলের হুমকি দেওয়া হয়েছে। তারা বলেন, প্রক্টরের গাড়ি থেকে মাইকিং করে জানানো হয় রাত ১০টা ১ মিনিটের পর হলে ফেরালে সিট ক্যানসেল করা হবে। এই ঘটনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে নারীবিদ্বেষী ও স্বৈরাচারী আচরণ হিসেবে অভিহিত করেছেন।

এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, কিছু নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকার ব্যাপারে আগে থেকেই সতর্কতা ছিল। গাঁজা বা মাদক সংশ্লিষ্ট অভিযোগ যেখানে আছে সেসব অঞ্চল থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এমন পরামর্শ দেওয়া হয়েছে। শহীদ মিনার, লাইব্রেরি বা জিরো পয়েন্টে অবস্থান করলে কোনো সমস্যা নেই।

তিনি আরও জানান, এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত নীতিমালা জারি হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তাই প্রশাসনের মূল বিবেচ্য।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত