ঢাকা, মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১ আশ্বিন ১৪৩২
‘সিট বাতিল’ ইস্যুতে চবি প্রশাসনের নতুন বার্তা
.jpg)
রাত ১০টার পর হলে ফিরলে সিট বাতিল-এমন খবরটি সঠিক নয় বলে জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর নাজমুল হোসাইন। গণমাধ্যমে প্রচারিত তথ্যকে ‘ভুল’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে তিনি বলেন, কারও সিট বাতিলের কোনো হুমকি দেওয়া হয়নি বরং নির্দিষ্ট কয়েকটি অন্ধকার ও ঝুঁকিপূর্ণ এলাকা থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য হলে ফিরতে বলা হয়েছিল।
সহকারী প্রক্টর নাজমুল বলেন, “প্রক্টরিয়াল টিমের নিয়মিত অভিযানের অংশ হিসেবে সেদিন রাত সাড়ে ৯টার দিকে আমরা বোটানিক্যাল গার্ডেন ও বায়োলজিকাল ফ্যাকাল্টির আশপাশে ছিলাম। কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তার খাতিরে পরামর্শমূলক কথা হয়েছে কিন্তু সিট বাতিলের কোনো কথা বলা হয়নি।”
তিনি আরও যোগ করেন, “সান্ধ্য আইন কিংবা মাইকিংয়ের যে অভিযোগ উঠেছে সেটি পুরোপুরি মিথ্যা ও ভিত্তিহীন। লেডিস ঝুপড়ি এলাকায় মাঝেমধ্যে গাঁজার আসর বসে এমন তথ্যের ভিত্তিতে আমরা ওই অঞ্চল থেকে শিক্ষার্থীদের হলে ফিরতে বলেছি, অন্য কিছু নয়।”
তবে ঘটনার পরদিন কয়েকজন ছাত্রী অভিযোগ করেন রাত ১০টার পর হলে ফিরলে সিট বাতিলের হুমকি দেওয়া হয়েছে। তারা বলেন, প্রক্টরের গাড়ি থেকে মাইকিং করে জানানো হয় রাত ১০টা ১ মিনিটের পর হলে ফেরালে সিট ক্যানসেল করা হবে। এই ঘটনার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই একে নারীবিদ্বেষী ও স্বৈরাচারী আচরণ হিসেবে অভিহিত করেছেন।
এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, কিছু নির্দিষ্ট ঝুঁকিপূর্ণ এলাকার ব্যাপারে আগে থেকেই সতর্কতা ছিল। গাঁজা বা মাদক সংশ্লিষ্ট অভিযোগ যেখানে আছে সেসব অঞ্চল থেকে শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই এমন পরামর্শ দেওয়া হয়েছে। শহীদ মিনার, লাইব্রেরি বা জিরো পয়েন্টে অবস্থান করলে কোনো সমস্যা নেই।
তিনি আরও জানান, এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত নীতিমালা জারি হয়নি। শিক্ষার্থীদের নিরাপত্তাই প্রশাসনের মূল বিবেচ্য।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- সরকারের সিদ্ধান্তে ডুবছে শেয়ারবাজারের বিনিয়োগকারীদের স্বপ্ন?
- ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড কার্যকারিতায় বিএসইসির নতুন উদ্যোগ
- শেয়ার কারসাজিতে ৫ বিনিয়োগকারীকে ১৩ কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রতারণা ঠেকাতে মাঠে নামছে গোয়েন্দা সংস্থা
- একাদশে ভর্তি: চতুর্থ ধাপে আবেদনের সুযোগ
- শেয়ারবাজারে ধারাবাহিক মুনাফা চান? জেনে নিন ৫ মন্ত্র
- আরএসআই বিশ্লেষণে সর্বোচ্চ সতর্ক সংকেত পাঁচ শেয়ারে
- মালিকানায় পরিবর্তন আসছে ইয়াকিন পলিমারের
- এক শেয়ারের জোরেই সবুজে ফিরল শেয়ারবাজার
- শেয়ার কারসাজিতে শ্যালক–দুলাভাইর দেড় কোটি টাকা জরিমানা
- শেয়ারবাজারে প্রসারিত হচ্ছে টেকসই বিনিয়োগের নতুন দিগন্ত
- ধস কাটিয়ে অবশেষে শেয়ারবাজারে উত্থানের স্রোত
- রেকর্ড ডেটে শেয়ার লেনদেন চালুর পরিকল্পনা ডিএসইর
- উৎপাদন বাড়াতে নতুন যন্ত্রপাতিতে বিনিয়োগ করছে দুই কোম্পানি
- স্মার্ট বাংলাদেশ গড়ার পথে এডিএন টেলিকমের নতুন পদক্ষেপ