ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২
ট্রাম্পের হুঁশিয়ারি: মাস্কের সমর্থনে বিপদ ডেকে আনবে
.jpg)
যুক্তরাষ্ট্রে সরকারি একটি কর ও ব্যয় বিল ঘিরে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং টেসলা-স্পেসএক্সের প্রধান নির্বাহী ও শীর্ষ ধনী ইলন মাস্কের মধ্যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রপ্রধান ও সবচেয়ে প্রভাবশালী ধনকুবেরের দ্বন্দ্ব এখন পুরোপুরি প্রকাশ্যে।
রোববার (৮ জুন) এনবিসি নিউজের এক প্রতিবেদনে এই বিষয়টি সামনে আসে।
সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প ইলন মাস্কের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, মাস্ক প্রেসিডেন্টের অফিসকে অসম্মান করেছেন। বিরোধীদের পক্ষ নিলে তাকে কঠিন পরিণতির মুখোমুখি হতে হবে।
মূলত, ট্রাম্প প্রশাসনের কর ও ব্যয় সংক্রান্ত একটি বিলের প্রকাশ্য সমালোচনা করার পর থেকে তাদের সম্পর্কের অবনতি শুরু। বিলটি রিপাবলিকান-প্রধান হাউস অফ রিপ্রেজেন্টেটিভে পাস হয়ে এখন সিনেটে রয়েছে।
উল্লেখ্য, ইলন মাস্ক একসময় ট্রাম্পের ঘনিষ্ঠ ছিলেন। প্রেসিডেন্ট নির্বাচনে মাস্ক ট্রাম্পের প্রচারে ২৫০ মিলিয়ন ডলার অনুদান দিয়েছিলেন এবং হোয়াইট হাউসে উপদেষ্টার দায়িত্বও পালন করেন। তবে ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি (ডিওজিই)-তে মাত্র ১২৯ দিন কাজ করে পদত্যাগ করেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ বিলটিকে ‘জঘন্য’ বলে মন্তব্য করেন।
ট্রাম্প এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেন, মাস্কের আচরণে তিনি ‘হতাশ’। জবাবে মাস্ক এক্সে ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেন, ট্রাম্প তার সমর্থন ছাড়া প্রেসিডেন্ট হতে পারতেন না। এমনকি বিতর্কিত আর্থিক কেলেঙ্কারিতে জড়িত জেফরি এপস্টেইনের সঙ্গে ট্রাম্পের সংশ্লিষ্টতা থাকার অভিযোগও তোলেন মাস্ক। যদিও পরে সেই পোস্ট মুছে ফেলা হয় এবং এপস্টেইনের আইনজীবী তা অস্বীকার করেন।
উত্তেজনা আরও বাড়িয়ে ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে লেখেন, মাস্ক একেবারে পাগল হয়ে গেছে। এছাড়া, ফেডারেল সরকারের সঙ্গে মাস্কের সব চুক্তি বাতিলের হুমকি দেন তিনি।
এদিকে, ইলন মাস্কও ইঙ্গিত দিয়েছেন, আগামী মধ্যবর্তী নির্বাচনে তিনি কয়েকজন ট্রাম্পবিরোধী প্রার্থীকে সমর্থন জানাতে পারেন। ট্রাম্প পাল্টা সতর্কবার্তায় বলেন, ডেমোক্র্যাট প্রার্থীকে সমর্থন করলে মাস্কের জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরাত সাম্প্রতিক ম্যাচের পরিসংখ্যান
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- শেয়ারবাজারের বিনিয়োগকারীদের মাথাব্যথার ১১ শেয়ার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা