ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৮ শ্রাবণ ১৪৩২

দেশের সব প্রাপ্তবয়স্কদের নগদ অর্থ সহায়তার ঘোষণা আনোয়ারের

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ২৩ ১৮:৩১:২৭
দেশের সব প্রাপ্তবয়স্কদের নগদ অর্থ সহায়তার ঘোষণা আনোয়ারের

নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনসাধারণের ক্ষোভ বাড়তে থাকায় দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে নগদ অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। পাশাপাশি তিনি জ্বালানির মূল্য কমানোর প্রতিশ্রুতিও দিয়েছেন।

আজ বুধবার (২৩ জুলাই) আনোয়ার ইব্রাহিমের এই ঘোষণা রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত হয়।

এদিকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমাতে ব্যর্থতা এবং কাঙ্ক্ষিত সংস্কার না আনতে পারায় প্রধানমন্ত্রী আনোয়ারের পদত্যাগের দাবি উঠেছে। তার বিরুদ্ধে আগামী শনিবার কুয়ালালামপুরে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে বিরোধী রাজনৈতিক ও নাগরিক সংগঠনগুলো।

সরকারি রাজস্ব বাড়ানো ও দেশের উৎপাদন খাতকে আরও সক্রিয় করতে আনোয়ার ইব্রাহিমের প্রশাসন একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। এর অংশ হিসেবে শ্রমিকদের জন্য সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে। বিদ্যুৎ খরচ বেশি হলে অতিরিক্ত চার্জ আরোপ করা হয়েছে। এছাড়া বিক্রয় ও সেবা খাতে কর হারও বৃদ্ধি করা হয়েছে।

এসব বিষয়ে প্রধানমন্ত্রী আনোয়ার জানিয়েছেন, “বিত্তশালী এবং বড় ব্যবসায়ীদের কাছ থেকে আরও কর আদায়ের লক্ষ্যে এসব উদ্যোগ নেওয়া হয়েছে।”

তবে সমালোচকরা বলছেন, সরকারের আয় বৃদ্ধির চেষ্টার প্রভাব মূলত সাধারণ মানুষের ওপর পড়বে।

প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম আরও বলেছেন, “দেশে ১৮ বছরের ওপরের সবাইকে ১০০ রিঙ্গিত সহায়তা দেওয়া হবে। যা আগামী ৩১ আগস্ট থেকে বিতরণ শুরু হবে।”

মালয়েশিয়ার সরকার ২০২৫ সালের জন্য মোট ১৫ বিলিয়ন রিঙ্গিত নগদ সহায়তা কর্মসূচিতে ব্যয় করবে বলে জানিয়েছে।

এদিকে আসন্ন শনিবার কুয়ালালামপুরে আয়োজিত বিক্ষোভে ১০ থেকে ১৫ হাজার মানুষের অংশ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে পুলিশ। এই বিক্ষোভের পেছনে রয়েছে দেশটির বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল।

সূত্র: রয়টার্স

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত