ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ২০ কার্তিক ১৪৩২
শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ডিআইইউতে
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) ফুটবল খেলাকে কেন্দ্র করে সিভিল ইঞ্জিনিয়ারিং এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই বিভাগের কয়েকজন শিক্ষকও হাতাহাতির শিকার হয়েছেন।
ঘটনাটি ঘটে বুধবার (২৩ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচ শেষে। খেলার পরপরই উত্তেজনা ছড়িয়ে পড়ে যা রূপ নেয় সংঘর্ষে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষকদের হস্তক্ষেপ করতে হয়।
সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ ম্যাচে সিএসই বিভাগকে ৩-২ গোলে হারায়। খেলা শেষে দুই পক্ষের শিক্ষার্থীদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয় এবং একপর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এ সময় খেলার দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবকরাও হামলার শিকার হন বলে অভিযোগ পাওয়া গেছে।
সিভিল ইঞ্জিনিয়ারিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আরমান সৌরভ বলেন, "আমাদের শিক্ষার্থী, স্বেচ্ছাসেবক এবং শিক্ষকদের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে। আমরা এর সঠিক বিচার দাবি করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত বিভাগীয়ভাবে ক্লাস ও পরীক্ষা বর্জন করা হবে। পাশাপাশি টুর্নামেন্ট থেকেও নিজেদের প্রত্যাহার করছি।"
তিনি আরও বলেন, "বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ইভেন্টে সিএসই বিভাগের একচেটিয়া আধিপত্যও আমরা মেনে নেব না।"
এক স্বেচ্ছাসেবক জানান, “ঘটনার সময় আমরা নিজের টিম সামলাচ্ছিলাম। হঠাৎ আমাদের ওপর হামলা চালানো হয়। বাঁধা দিতে গেলে সিএসই বিভাগের কয়েকজন আমাদের গলা চেপে ধরে ও ঘুষি মারে। শিক্ষকরা বাধা দিতে এলে তাদেরও আঘাত করা হয়।”
ঘটনার বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান এস এম সাজ্জাদ আহমেদ শোভন বলেন, “শিক্ষার্থীদের কাছ থেকে আমরা লিখিত অভিযোগ চেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
সিএসই বিভাগের চেয়ারম্যান মো. তাহজিব উল ইসলাম জানান, “ঘটনার আসল কারণ এখনও পরিষ্কার নয়। লিখিত অভিযোগ পেলে তা তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)