ঢাকা, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২

স্থগিত হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা

ডুয়া নিউজ- বিশ্ববিদ্যালয়
২০২৫ জুলাই ২২ ১১:৪৫:০৬
স্থগিত হল জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আজ মঙ্গলবার (২২ জুলাই) দেশে জাতীয় শোক ঘোষণা করেছে সরকার। এ প্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করা হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘উক্ত মর্মান্তিক দুর্ঘটনায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে ২২ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাগুলো নির্ধারিত তারিখ ও সময়ে যথারীতি অনুষ্ঠিত হবে।’

স্থগিত হওয়া পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এদিকে একই ঘটনায় দেশের সব শিক্ষা বোর্ডের আজকের (২২ জুলাই) এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। প্রথমে তথ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গভীর রাতে বিষয়টি জানানো হয়। এরপর মঙ্গলবার সকালে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়।

সেখানে বলা হয়, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে ২২ জুলাইয়ের সব এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হলো।’ পরীক্ষাগুলোর নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত