ঢাকা, বুধবার, ২৩ জুলাই ২০২৫, ৭ শ্রাবণ ১৪৩২
ফের ইউনেস্কো ছাড়ল যুক্তরাষ্ট্র

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো থেকে আবারও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। সংস্থাটিকে ‘ইসরাইলবিরোধী পক্ষপাতদুষ্ট’ এবং ‘বিভাজনমূলক’ আখ্যা দিয়ে মঙ্গলবার (২২ জুলাই) দেশটির স্টেট ডিপার্টমেন্ট এই ঘোষণা দেয়।
মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যামি ব্রুস বলেন, "বর্তমানে ইউনেস্কোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ আর আমাদের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।" তিনি অভিযোগ করেন, সংস্থাটি একটি ‘বিশ্বায়নবাদী ও মতাদর্শিক অ্যাজেন্ডা’ অনুসরণ করছে এবং জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে।
সংস্থাটির ফিলিস্তিনকে পূর্ণ সদস্যপদ দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের এই ক্ষোভের অন্যতম প্রধান কারণ। ব্রুসের ভাষায়, এই পদক্ষেপ "যুক্তরাষ্ট্রের নীতির পরিপন্থী এবং ইউনেস্কোর অভ্যন্তরে ইসরাইলবিরোধী বার্তার বিস্তার ঘটিয়েছে।"
তবে যুক্তরাষ্ট্রের জন্য ইউনেস্কো ত্যাগ এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন সময়ে সংস্থাটি থেকে নিজেদের প্রত্যাহার করে নিয়েছিল দেশটি। ২০১৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই ধরনের অভিযোগে যুক্তরাষ্ট্রকে ইউনেস্কো থেকে সরিয়ে নিয়েছিলেন, যদিও পরে প্রেসিডেন্ট জো বাইডেনের শাসনামলে দেশটি পুনরায় সংস্থায় যোগ দেয়।
এরও আগে, ১৯৮৩ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রেগান ইউনেস্কোকে ‘সোভিয়েতপন্থী’ আখ্যা দিয়ে সংস্থাটি থেকে বেরিয়ে গিয়েছিলেন। পরবর্তীতে জর্জ ডব্লিউ বুশের আমলে যুক্তরাষ্ট্র আবার সদস্যপদ ফিরে পায়।
বিশ্বজুড়ে ঐতিহাসিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণে ইউনেস্কোর ভূমিকা ব্যাপকভাবে প্রশংসিত। অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, আফ্রিকার সেরেঙ্গেটি পার্ক এবং মিসরের পিরামিডসহ অসংখ্য গুরুত্বপূর্ণ স্থান ও স্থাপনা সংরক্ষণে সংস্থাটি কাজ করে আসছে।
যুক্তরাষ্ট্রের মতে, ঐতিহ্য সংরক্ষণে এসব গুরুত্বপূর্ণ কাজের বাইরে সংস্থাটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট এবং বিতর্কিত অবস্থান গ্রহণ করেছে, যা তাদের জন্য আর গ্রহণযোগ্য নয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যারা বৃত্তি পাবে না, তাদের জন্য পার্ট-টাইম জবের চিন্তা-ভাবনা
- ডুয়া নিউজের বিশেষ প্রতিযোগিতা, পুরস্কার ১ লক্ষ ৫০ হাজার টাকা!
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- ৬ জায়গায় হবে ডাকসুর ভোটগ্রহণ
- জুলাই স্মৃতি জাদুঘর: টেন্ডার ছাড়াই ১১১ কোটি টাকার কাজ পেল দুই প্রতিষ্ঠান
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- পাঁচ কোম্পানির শেয়ারে বেড়েছে বিদেশি বিনিয়োগ
- যুক্তরাষ্ট্রের ওষুধ বাজার থেকে বাদ পড়তে পারে বাংলাদেশ
- ‘শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই’
- শেয়ারের অস্বাভাবিক দাম নিয়ে ডিএসইর সতর্কতা