ঢাকা, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
নাম বাদ দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি মমতার

ভোটার তালিকা সংশোধনের নামে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ দেওয়ার প্রক্রিয়াকে সরাসরি ‘ষড়যন্ত্র’ হিসেবে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিহারের মতো পশ্চিমবঙ্গেও যদি একজনের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়, তবে নির্বাচন কমিশনের দিল্লির কার্যালয় ঘেরাও করা হবে। সোমবার কলকাতায় ২১শে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত এক বিশাল জনসভায় তিনি এই কঠোর বার্তা দেন।
১৯৯৩ সালের ২১শে জুলাই, ভোটার কার্ডকে একমাত্র পরিচয়পত্র করার দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আয়োজিত যুব কংগ্রেসের এক সমাবেশে পুলিশের গুলিতে ১৩ জন প্রাণ হারিয়েছিলেন। সেই ঘটনার স্মরণে প্রতিবছর তৃণমূল কংগ্রেস ২১শে জুলাই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করে।
এবারের সমাবেশ থেকে মমতা মূলত ভোটার তালিকা সংশোধন নিয়ে কেন্দ্রীয় সরকার ও নির্বাচন কমিশনকে নিশানা করেন। সম্প্রতি বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিধায়করা রাজ্য নির্বাচন কমিশনে গিয়ে ‘অবৈধ অনুপ্রবেশকারী’ ও রোহিঙ্গাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান।
এর জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে মমতা বলেন, "কেউ কেউ বলছেন বাংলায় নাকি ১৭ লাখ রোহিঙ্গা রয়েছে! জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে রোহিঙ্গার সংখ্যা ১০ থেকে ১৩ লাখের মতো। তাহলে শুধু বাংলাতেই ১৭ লাখ এলো কোথা থেকে?" তিনি এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উল্লেখ করেন।
নির্বাচন কমিশনের পদক্ষেপকে ‘সুপার ইমার্জেন্সি’ আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, "গুজরাট থেকে বসে বাংলার মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটা হচ্ছে। বিহারে এই কাজ শুরু হয়েছে। একজন বাঙালির নাম বাদ দিয়ে চারজন ভিনরাজ্যের নাম তোলা হচ্ছে।" তিনি এই প্রক্রিয়া চলতে থাকলে রাজপথে নামার হুঁশিয়ারি দেন।
মমতা আরও অভিযোগ করেন যে, দেশের বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের রোহিঙ্গা বলে অপবাদ দিয়ে ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে। তাঁর দাবি, "কমপক্ষে হাজার খানেক বাঙালি জেলে বন্দি রয়েছেন। ঠিক কতজনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়েছে, তা এখনো কেউ জানে না। এই নিপীড়ন আর ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না।"
রাজ্যের বাইরে কর্মরত পরিযায়ী শ্রমিকদের নামও ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার আশঙ্কা প্রকাশ করে তিনি তাঁদের বাংলায় ফিরে আসার আহ্বান জানান। মমতা বলেন, "আমি আমাদের পরিযায়ী ভাইদের বলব—বাংলায় ফিরে আসুন। এখন রাজ্যে কাজের অভাব নেই। বাইরে গিয়ে ঝুঁকি নেওয়ার প্রয়োজন নেই।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিদেশি বিনিয়োগ বেড়েছে শেয়ারবাজারের ১১ কোম্পানিতে
- কোম্পানি পুরোদমে উৎপাদনে, তারপরও শঙ্কায় বিনিয়োগকারীরা!
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- মার্জারের সাফল্যে উজ্জ্বল ফার কেমিক্যাল
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- শেয়ারবাজারে তালিকাভুক্তির পর প্রথম ‘নো ডিভিডেন্ড’
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- তদন্তের খবরে থামছে দুই কোম্পানির ঘোড়দৌড়
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- ডেনিম উৎপাদন বাড়াতে এভিন্স টেক্সটাইলসের বড় পরিকল্পনা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৫ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- পাকিস্তান-শ্রীলঙ্কার পথে এগোচ্ছে বাংলাদেশের শেয়ারবাজার
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা