ঢাকা, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫, ৯ শ্রাবণ ১৪৩২

সাবেক ডিআইজি'র দেশত্যাগে নিষেধাজ্ঞা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৩ ২৩:২৩:১৫
সাবেক ডিআইজি'র দেশত্যাগে নিষেধাজ্ঞা

দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পুলিশের সাবেক ডিআইজি আব্দুল বাতেন ও তার স্ত্রী নূরজাহান আক্তার হীরার দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন।

দুদক জানিয়েছে, আব্দুল বাতেনের বিরুদ্ধে ঘুষ, অনিয়ম, দুর্নীতি ও আত্মসাতের মাধ্যমে নিজের ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান চলছে। এ কাজে সহায়তা করার অভিযোগে তার স্ত্রী হীরার বিরুদ্ধেও তদন্ত চলছে।

এর আগে ২০২৩ সালের ২৫ মার্চ দুদক আব্দুল বাতেন ও তার স্ত্রীর বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক দুটি মামলা দায়ের করে।

উল্লেখ্য, গত বছরের ১৩ আগস্ট সরকার আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠায়।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত