ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২
একের পর এক চমক দেখাচ্ছে আ'ফগানিস্তান
একের পর এক চমক দেখাচ্ছে দশকের পর দশক ধরে যুদ্ধ চালিয়ে যাওয়া আফগানিস্তান। এবার দেশটির নুরিস্তান প্রদেশের কামদিশ ও বারগামতাল জেলায় ৮৯ মিলিয়ন আফগানির ব্যয়ে পাঁচটি উন্নয়ন প্রকল্পের কাজ শুরু হয়েছে। নুরিস্তান গ্রামীণ পুনর্বাসন ও উন্নয়ন বিভাগের তথ্য অনুযায়ী, এসব প্রকল্পে সেচব্যবস্থা উন্নয়ন, রাস্তা ও সেতু নির্মাণ অন্তর্ভুক্ত রয়েছে।
২০২১ সালে ক্ষমতা পরিবর্তনের পর দেশটি গভীর অর্থনৈতিক সংকটে পড়লেও ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করেছে। ওই বছর আফগানিস্তানের জিডিপি ২০.৭ শতাংশ হ্রাস পায় এবং ২০২২ সালের শুরুতে তা আরও কমে ৬.২ শতাংশে পৌঁছায়।
তবে মুদ্রাস্ফীতি কমাতে এবং রাজস্ব বৃদ্ধিতে নেওয়া নানা উদ্যোগে ইতিবাচক ফল দেখা যাচ্ছে। ২০২২ সালের জুনে যেখানে মুদ্রাস্ফীতি ছিল ১৮.৩ শতাংশ, তা নভেম্বরে নেমে আসে ৯.১ শতাংশে। একই সময়ে রপ্তানি আয় ৮০০ মিলিয়ন ডলার থেকে বেড়ে ১.৭ বিলিয়ন ডলারে উন্নীত হয়। রাজস্ব আদায়েও উল্লেখযোগ্য অগ্রগতি দেখা গেছে।
বর্তমান সরকার মাদক চাষ বন্ধ করে কৃষিখাতে অগ্রাধিকার দিয়েছে। আফিম চাষ ৯৫ শতাংশ কমিয়ে জাফরান ও গম চাষে উৎসাহ দেওয়া হয়েছে। বর্তমানে আফগানিস্তান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জাফরান উৎপাদক। ডালিমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন ও রপ্তানিতেও দেশটি সফলতা পেয়েছে।
স্থানীয় মুদ্রা ‘আফগানি’র ব্যবহার বাধ্যতামূলক করে ডলার ও পাকিস্তানি রুপির চলাচল বন্ধ করা হয়েছে। মুদ্রা পাচার রোধেও কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। ফলে আফগানি এখন বিশ্বের অন্যতম স্থিতিশীল মুদ্রা হিসেবে বিবেচিত হচ্ছে।
এ ছাড়া দেশটির বিশাল প্রাকৃতিক সম্পদ-বিশেষত লিথিয়াম খাতকে কাজে লাগাতে চীনের সঙ্গে যৌথভাবে একাধিক প্রকল্প বাস্তবায়ন করছে তালেবান সরকার। চীনের ২০টিরও বেশি প্রতিষ্ঠান বর্তমানে আফগানিস্তানের খনি খাতে কাজ করছে। কৃষিক্ষেত্রেও সেচব্যবস্থা উন্নয়নের মাধ্যমে লাখ লাখ হেক্টর জমিকে উৎপাদনক্ষম করে তোলা হচ্ছে।
বিশ্বব্যাংকের পূর্বাভাস অনুযায়ী, ২০২৩ সালে দীর্ঘদিনের সংকোচন কাটিয়ে উঠবে আফগান অর্থনীতি। ২০২৫ সালের মধ্যে দেশটির জিডিপি প্রবৃদ্ধি ২ থেকে ৩ শতাংশে পৌঁছাতে পারে বলে মনে করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক সহায়তা ও বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়লে আফগানিস্তানের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত করা সম্ভব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, খেলাটি সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- এবারও বিনিয়োগকারীদের হতাশ করল মিরাকেল ইন্ডাস্ট্রিজ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক