ঢাকা, রবিবার, ৭ সেপ্টেম্বর ২০২৫, ২৩ ভাদ্র ১৪৩২

শিক্ষা সচিব জোবায়েরকে ঘিরে নতুন রহস্য!

২০২৫ জুলাই ২৩ ২০:৫১:৪৪

শিক্ষা সচিব জোবায়েরকে ঘিরে নতুন রহস্য!

শিক্ষার্থীদের দাবির মুখে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের চুক্তিভিত্তিক সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে সরিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে সরকার। চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত কোনো কর্মকর্তাকে এমনভাবে বদলি করার ঘটনা প্রশাসনে খুবই বিরল। বিশ্লেষকদের মতে, জোবায়েরকে নির্দিষ্টভাবে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালনের জন্যই নিয়োগ দেওয়া হয়েছিল। সেই দায়িত্ব থেকে সরিয়ে চুক্তি বাতিল না করে কেবল সংযুক্ত করা নতুন রহস্যের জন্ম দিয়েছে।

বুধবার (২৩ জুলাই) জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, সিদ্দিক জোবায়ারকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। এতে করে প্রশ্ন উঠেছে তিনি কি নতুন কোনো মন্ত্রণালয় বা বিভাগে দায়িত্ব পেতে যাচ্ছেন? নাকি শুধু সংযুক্ত অবস্থায় থাকবেন? এ নিয়েই চলছে নানা আলোচনা-সমালোচনা।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, সরকার হয়তো তাকে অন্য কোথাও পদায়ন করতে চাচ্ছে বলেই চুক্তি বাতিল করেনি। তবে এটি এখনো অনিশ্চিত এবং সম্পূর্ণ সরকারের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। ফলে পুরো বিষয়টি ঘিরে রহস্য আরও ঘনীভূত হয়েছে। এমনকি সিদ্দিক জোবায়ের নিজেও এ অবস্থায় বিব্রত বলে জানা গেছে।

প্রসঙ্গত, গত ২১ জুলাই রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে একটি বিমান বিধ্বস্ত হয়। এতে হতাহত হন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা। ওইদিন রাত ৩টার দিকে পরীক্ষার স্থগিতাদেশ জানানো হয় যা ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে প্রচার করেন তথ্য উপদেষ্টা। পরদিন সকালে কেন্দ্রগুলোতে গিয়ে অনেক পরীক্ষার্থী জানতে পারেন, পরীক্ষা স্থগিত। এতে শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। তারা সচিবালয় ঘেরাও ও ভাঙচুর করে শিক্ষা উপদেষ্টা সিআর আবরার ও শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরের পদত্যাগ দাবি জানান। এর পরিপ্রেক্ষিতে তথ্য উপদেষ্টা ঘোষণা দেন জোবায়েরকে সরানো হয়েছে। তবে সরকার আনুষ্ঠানিকভাবে তাকে প্রত্যাহার না করে বরং জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক সাবেক সচিব বলেন, সরকার চাইলে যেমন চুক্তি বাতিল করতে পারে তেমনি অন্যত্র পদায়ন করাও সম্ভব। যেহেতু তিনি সিনিয়র সচিব হিসেবে চুক্তিতে ছিলেন তাই জনপ্রশাসনে সংযুক্ত করা আইনের পরিপন্থী নয়।

তবে একজন যুগ্মসচিব ভিন্নমত পোষণ করে বলেন, যেহেতু সিদ্দিক জোবায়েরকে শিক্ষা বিভাগের জন্য নিয়োগ দেওয়া হয়েছিল তাই সেটি বাদ দিলে তার চুক্তিই বাতিল হওয়া উচিত। এই সংযুক্তি নজিরবিহীন এবং বিভ্রান্তিকর যা প্রশাসনে নতুন বিতর্কের জন্ম দেবে।

উল্লেখ্য, সাবেক অতিরিক্ত সচিব সিদ্দিক জোবায়ের ২০১৯ সালে বিদ্যুৎ বিভাগ থেকে অবসরে যান। এরপর ২০২৩ সালের ২৪ অক্টোবর তাকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক সিনিয়র সচিব হিসেবে নিয়োগ দেয় সরকার।

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

পাঠকের মতামত:

সর্বোচ্চ পঠিত

বদরুদ্দীন উমরের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

বদরুদ্দীন উমরের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রগতিশীল চিন্তাধারার অন্যতম পুরোধা ব্যক্তিত্ব, বিশিষ্ট রাজনীতিক ও লেখক বদরুদ্দীন উমর ইন্তেকাল করেছেন। রোববার (৭ সেপ্টেম্বর) সকাল... বিস্তারিত