ঢাকা, সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২
এবার যুক্তরাষ্ট্রে কোভিডের ‘নতুন রূপ’ শনাক্ত
.jpg)
ডুয়া ডেস্ক: কোভিড-১৯ এর নতুন রূপ ‘NB.1.8.1’ এখন যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার পর এবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) তাদের বিমানবন্দর স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে এ রূপের একাধিক সংক্রমণের ঘটনা চিহ্নিত করেছে।
সিবিএস নিউজ জানায়, ২২ মে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন রাজ্য, ভার্জিনিয়া এবং নিউ ইয়র্ক সিটির বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের নমুনা পরীক্ষার মাধ্যমে ‘NB.1.8.1’ শনাক্ত হয়েছে।
গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাবেসে জমা দেওয়া তথ্য অনুযায়ী, এই কেসগুলো জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ভিয়েতনাম, চীন এবং তাইওয়ান থেকে আগত যাত্রীদের থেকে সংগ্রহ করা হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২২ এপ্রিল থেকে ১২ মে’র মধ্যে।
মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে নতুন রূপটির উপস্থিতি প্রথম ধরা পড়ে।
চীনে বর্তমানে এই রূপের সংক্রমণ সবচেয়ে বেশি। পাশাপাশি হংকং ও তাইওয়ানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে।
যদিও এই নতুন ভ্যারিয়েন্টকে ‘গুরুতর অসুস্থতার’ জন্য দায়ী করা হচ্ছে না, তবে সংক্রমণ ক্ষমতা বেশি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিশেষত, জনবহুল স্থানে মাস্ক পরা, টিকা নেওয়া এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।
প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই রূপটি মানব কোষের সঙ্গে শক্তভাবে সংযুক্ত হওয়ার ক্ষমতা রাখে, যা এর সংক্রমণ সক্ষমতা বাড়িয়ে দেয়। তবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে এড়াতে পারে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড দিতে পারছে না বস্ত্র খাতের ১৩ কোম্পানি
- ‘এ’ ক্যাটাগরিতে ফিরেছে আর্থিক খাতের কোম্পানি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- অস্বাভাবিক শেয়ার দাম: ডিএসইর সতর্কবার্তা জারি
- ক্যাশ ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ৭ প্রতিষ্ঠানের ডিভিডেন্ড-ইপিএস
- সর্বোচ্চ উচ্চতায় ১৭ কোম্পানির শেয়ার
- ডিএসইর সতর্কবার্তার জালে দুর্বল দুই কোম্পানির শেয়ার
- চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দুই কোম্পানির বাজিমাত
- রবির অভিযোগের প্রেক্ষিতে তদন্তের মুখে গ্রামীণফোন
- ছাত্ররাজনীতি থাকবে কিন্তু কাঠামোগত পরিবর্তন আনতে হবে: বাগছাস
- শেখ সেলিমের ২১টি বিও অ্যাকাউন্ট ও ৩৫টি ব্যাংক হিসাব অবরুদ্ধ
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- চলতি সপ্তাহে ৬ কোম্পানির ডিভিডেন্ড অনুমোদন
- ঢাবি ছাত্রদলের ব্যতিক্রমধর্মী মিছিল, শুধু হাততালি