ঢাকা, সোমবার, ২০ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২
এবার যুক্তরাষ্ট্রে কোভিডের ‘নতুন রূপ’ শনাক্ত
.jpg)
ডুয়া ডেস্ক: কোভিড-১৯ এর নতুন রূপ ‘NB.1.8.1’ এখন যুক্তরাষ্ট্রেও শনাক্ত হয়েছে। এশিয়ার বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার পর এবার মার্কিন রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (CDC) তাদের বিমানবন্দর স্ক্রিনিং প্রোগ্রামের মাধ্যমে এ রূপের একাধিক সংক্রমণের ঘটনা চিহ্নিত করেছে।
সিবিএস নিউজ জানায়, ২২ মে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন রাজ্য, ভার্জিনিয়া এবং নিউ ইয়র্ক সিটির বিমানবন্দরে আন্তর্জাতিক যাত্রীদের নমুনা পরীক্ষার মাধ্যমে ‘NB.1.8.1’ শনাক্ত হয়েছে।
গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডাটাবেসে জমা দেওয়া তথ্য অনুযায়ী, এই কেসগুলো জাপান, দক্ষিণ কোরিয়া, ফ্রান্স, থাইল্যান্ড, নেদারল্যান্ডস, স্পেন, ভিয়েতনাম, চীন এবং তাইওয়ান থেকে আগত যাত্রীদের থেকে সংগ্রহ করা হয়। তাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল ২২ এপ্রিল থেকে ১২ মে’র মধ্যে।
মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে ক্যালিফোর্নিয়া ও ওয়াশিংটনে নতুন রূপটির উপস্থিতি প্রথম ধরা পড়ে।
চীনে বর্তমানে এই রূপের সংক্রমণ সবচেয়ে বেশি। পাশাপাশি হংকং ও তাইওয়ানে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যাও বেড়েছে।
যদিও এই নতুন ভ্যারিয়েন্টকে ‘গুরুতর অসুস্থতার’ জন্য দায়ী করা হচ্ছে না, তবে সংক্রমণ ক্ষমতা বেশি হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য কর্মকর্তারা। বিশেষত, জনবহুল স্থানে মাস্ক পরা, টিকা নেওয়া এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের পর্যাপ্ত মজুত রাখার ওপর জোর দেওয়া হচ্ছে।
প্রাথমিক গবেষণায় দেখা গেছে, এই রূপটি মানব কোষের সঙ্গে শক্তভাবে সংযুক্ত হওয়ার ক্ষমতা রাখে, যা এর সংক্রমণ সক্ষমতা বাড়িয়ে দেয়। তবে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা উল্লেখযোগ্যভাবে এড়াতে পারে না।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- ৪০ বছরের ইতিহাসে ডিভিডেন্ডে নজির ভাঙল এপেক্স ট্যানারি
- ডিভিডেন্ড ঘোষণায় রেকর্ড ভাঙ্গল লঙ্কাবাংলা ফাইন্যান্স!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে মুন্নু এগ্রো
- শেয়ারবাজারে হাহাকার, ৮ দিনে ৪২ হাজার কোটি টাকা গায়েব!
- একদিনে 'এ' ক্যাটাগরিতে ফিরল দুই কোম্পানি
- বস্ত্র খাতের ৮ কোম্পানিতে বেড়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ
- পতন তান্ডবে শেয়ারবাজারে ছোটদের কফিনেও বড় পেরেক!
- চলতি সপ্তাহে ঘোষণা আসছে ১৭ কোম্পানির ডিভিডেন্ড
- মার্জিন ঋণ আতঙ্কে হঠাৎ ধস নামলো শেয়ারবাজারে!
- ডিভিডেন্ড ঘোষণা করেছে বিএসআরএম লিমিটেড
- ডিভিডেন্ড ঘোষণা করবে তালিকাভুক্ত ৪ কোম্পানি
- শেয়ারবাজার স্থিতিশীল রাখতে এক হাজার কোটি টাকা পাচ্ছে আইসিবি
- ইপিএস প্রকাশ করেছে ৮ কোম্পানি
- ১৪ অক্টোবর: এক নজরে শেয়ারবাজারের ২০ খবর