ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২
ভয়াবহ দাবানলের কবলে ইসরাইল, নেতানিয়াহুর জরুরি বৈঠক

ডুয়া ডেস্ক: ভয়াবহ দাবানলে জ্বলছে ইসরাইল। অতিরিক্ত গরম ও প্রবল বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বিভিন্ন শহরে। ইতোমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং বন্ধ করে দেওয়া হয়েছে গুরুত্বপূর্ণ সড়ক ও ট্রেন চলাচল।
আনাদোলুর এক প্রতিবেদনে জানা গেছে, দাবানল প্রথম ছড়িয়ে পড়ে মধ্য ইসরাইলের মোশাভ তারুম এলাকায়। এরপর তা বেইত শেমেশসহ আশপাশের শহরগুলোতে বিস্তার লাভ করে। তীব্র বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পরিস্থিতি মোকাবিলায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু অ্যাডহক কমান্ড সেন্টারে জরুরি বৈঠকে বসেছেন।
বেইত মেইর, এশতাওল এবং মেসিলাত জিওনের মতো শহর থেকেও বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। আগুনের ভয়াবহতায় অনেক চালক তাদের গাড়ি রাস্তায় ফেলে শহর ছেড়ে পালিয়ে গেছেন। জনসাধারণকে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে পুলিশ।
জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে বিমানের মাধ্যমে পানি ছিটানো হচ্ছে। আগুন নেভাতে গিয়ে অন্তত ৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে সাতজন ফায়ার সার্ভিসের কর্মী এবং দুজন বেসামরিক নাগরিক।
ফায়ার অ্যান্ড রেসকিউ অথরিটির মুখপাত্র জানান, ছয়টি জেলার ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। তাদের সহায়তায় আছেন ইসরাইলি সেনাবাহিনী, বিমান বাহিনী এবং উদ্ধারকারীরা। প্রায় ১১০টি অগ্নিনির্বাপক ইউনিট, ১১টি বিমান ও একটি হেলিকপ্টার আগুন নেভাতে নিয়োজিত রয়েছে।
রুট ১ এবং রুট ৬-এর মতো গুরুত্বপূর্ণ মহাসড়কগুলো আগুনের কারণে আংশিকভাবে বন্ধ রয়েছে। পাহাড়ি এলাকায় পর্যটকদের খোঁজে তল্লাশি চলছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা গেছে—রেহোভোটের কাছে মহাসড়কে ধোঁয়ায় আচ্ছন্ন পরিবেশে হেঁটে যাচ্ছে অসংখ্য মানুষ।
উল্লেখ্য, গ্রীষ্মকালে তীব্র গরম ও খরার কারণে ইসরাইলে দাবানলের ঘটনা নতুন নয়। তবে এবারকার আগুনের মাত্রা ও বিস্তার আগের তুলনায় অনেক ভয়াবহ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১৯ কোম্পানি
- বহুজাতিক কোম্পানির ‘এ’ ক্যাটাগরিতে প্রত্যাবর্তন
- এক কোম্পানির দাপটেই চাঙা শেয়ারবাজার
- শেয়ারবাজারের উত্থান কি টেকসই হবে? বিশ্লেষকরা যা বলছেন
- ডিভিডেন্ড-ইপিএস ঘোষণার তারিখ জানাল ১২ কোম্পানি
- দ্বিতীয় প্রান্তিকের ইপিএস প্রকাশ করেছে ১৪ কোম্পানি
- ডিভিডেন্ড পেল দুই কোম্পানির বিনিয়োগকারীরা
- ২২ জুলাই : শেয়ারবাজারের সেরা ৮ খবর
- সারজিস আলমকে অবাঞ্ছিত ঘোষণা, এনসিপির সকল কার্যক্রম স্থগিত
- শেয়ারবাজারে চমক দেখাল দুই বহুজাতিক কোম্পানি
- সর্বোচ্চ চাহিদার শীর্ষে ৪ কোম্পানির শেয়ার
- বিনিয়োগকারীদের আস্থায় বহুজাতিক তিন কোম্পানি
- চাহিদার তুঙ্গে ১০ কোম্পানির শেয়ার
- শেয়ারবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় আশুগঞ্জ পাওয়ার স্টেশন
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশন বৃত্তির সাক্ষাৎকার নিয়ে নতুন নির্দেশনা