ঢাকা, বুধবার, ৫ নভেম্বর ২০২৫, ২১ কার্তিক ১৪৩২
৪১ বছর পর মুক্তি পেলেন ফিলিস্তিনপন্থী শিক্ষক
ফিলিস্তিনপন্থিলেবানিজ শিক্ষক জর্জেসআবদাল্লাফ্রান্সের করাগারথেকে মুক্তি পেয়েছেন। ৭৪ বছর বয়সীএইশিক্ষক দীর্ঘ ৪১ বছর কারাভোগ করেছেন।
শুক্রবার(২৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
ব্রিটিশ সংবাদমাধ্যমের খবরবিবিসিসূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে দক্ষিণ ফ্রান্সের একটি কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা ছিল জর্জেসআবদাল্লার। মুক্তির পরপরই তিনি বেইরুতগামী বিমানে উঠবেনএমনটাই পূর্ব পরিকল্পনা ছিল।
জর্জেসেরআইনজীবী জানান, ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকে কেন্দ্র করে যেসব ব্যক্তি দীর্ঘতম সময় ধরে কারাভোগ করেছেন, আবদাল্লা তাদের অন্যতম। ১৯৮৭ সালে ফ্রান্সে একজন মার্কিন ও একজন ইসরায়েলিকূটনীতিককে হত্যার দায়ে তাকে দোষী সাব্যস্ত করা হয়।
তবে আজও তিনি বামপন্থী মার্কসবাদী-লেনিনবাদী আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে বিবেচিত। আন্দোলনের কর্মীদের ব্যানারে এখনো দেখা যায় তার সাদাদাড়ির ছবি ও দৃঢ়চাহনি। প্রতিবছর তার মুক্তির দাবিতে পাইরেনিজ অঞ্চলের কারাগারের বাইরে বিক্ষোভ হয়। এমনকি ফ্রান্সের তিনটি বাম নেতৃত্বাধীন পৌরসভা তাকে ‘সম্মানিতনাগরিক’ উপাধিও দিয়েছে।
১৯৯৯ সাল থেকেই জামিনের আবেদন করার সুযোগ ছিল তার সামনে, কিন্তু প্রতিবারই তার আবেদন প্রত্যাখ্যাতহয়। তার সমর্থকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের রাজনৈতিক চাপেই ফ্রান্স তার মুক্তিতে গড়িমসি করেছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে, কারাগারের সেলে বসে জর্জেসআবদাল্লা বলেন, আমি ফিলিস্তিনি সংগ্রামের সঙ্গে নিজেকে মানসিকভাবে যুক্ত রাখতে পেরেছি বলেই এখনও সজাগ আছি। তা না হলে, এই ৪১ বছরের কারাবাস আমার মানসিক ভারসাম্যই নষ্ট করে দিত।
প্রসঙ্গত, আবদাল্লাকে ১৯৮৪ সালে ফ্রান্সের লিয়ন শহরে গ্রেপ্তার করা হয়। তিনি গোয়েন্দাদের নজরদারির বিষয়টি টের পেয়ে ভুল করে ভেবেছিলেন, হয়তো তার দলের হত্যাকারীরা তাকে অনুসরণ করছে। আতঙ্কে তিনি নিজেই থানায় হাজির হন। তখন তার বিরুদ্ধে ভুয়াপাসপোর্ট ব্যবহার ও অপরাধে সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়। পরে তাকে দুই কূটনীতিক হত্যার মামলায় অভিযুক্ত করা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ফাইনাল: কবে, কখন-যেভাবে দেখবেন লাইভ
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি(LIVE) দেখুন
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি ফ্রিতে সরাসরি(LIVE) দেখুন
- পাকিস্তান বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ডিভিডেন্ড ঘোষণা করেছে ৯৫ কোম্পানি, দেখুন এক নজরে
- আজ বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-টোয়েন্টি: যেভাবে দেখবেন লাইভ (LIVE)
- ডিএসই’র দুই ব্রোকারেজের ট্রেডিং লাইসেন্স বাতিল
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ২য় টি-২০: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন খেলাটি
- ইপিএস প্রকাশ করেছে ৬৮ কোম্পানি, দেখুন এক নজরে
- মার্জিন রুল থেকে মিউচুয়াল ফান্ড—সবখানেই আসছে বড় পরিবর্তন
- বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজ ৩য় টি-টোয়েন্টি: খেলাটি সরাসরি(LIVE) দেখবেন যেভাবে
- ইপিএস প্রকাশ করেছে ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক
- ভারত বনাম অস্ট্রেলিয়া: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন (LIVE)
- ডিভিডেন্ড ঘোষণা করেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ
- ‘নো ডিভিডেন্ড’ ঘোষণার পর শেয়ার দামে রেকর্ড দৌড়