ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

যুদ্ধবিরতির জন্য কম্বোডিয়ার জরুরি আহ্বান

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ২৬ ০৯:২৯:৩৬
যুদ্ধবিরতির জন্য কম্বোডিয়ার জরুরি আহ্বান

থাইল্যান্ডের সঙ্গে চলমান রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্যেই অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে কম্বোডিয়া। টানা দুই দিন সীমান্তে সংঘর্ষ চলার পর এই আহ্বান জানায় দেশটি। এ সংঘাতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত ১৬ জন আর ঘরছাড়া হয়েছেন ১০ হাজারের বেশি মানুষ।

জাতিসংঘে নিযুক্ত কম্বোডিয়ার রাষ্ট্রদূত ছিয়া কেও বলেন, “আমরা নিঃশর্তভাবে সংঘাত বন্ধের আহ্বান জানাচ্ছি। আমাদের লক্ষ্য শান্তিপূর্ণ সমাধান।” তবে থাইল্যান্ড এখনো কম্বোডিয়ার প্রস্তাব নিয়ে প্রকাশ্যে কিছু বলেনি।

এর আগে থাই সরকার সীমান্তবর্তী আট জেলায় সামরিক আইন জারি করে। থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই হুঁশিয়ার করে বলেন, “এ সংঘাত পূর্ণমাত্রার যুদ্ধে রূপ নিতে পারে। ইতোমধ্যেই সীমান্তের ১২টি স্থানে সংঘর্ষ চলছে এবং ভারী অস্ত্র ব্যবহার হচ্ছে।”

উভয় দেশ পরস্পরের বিরুদ্ধে বেসামরিক এলাকায় হামলার অভিযোগ এনেছে। থাইল্যান্ড দাবি করেছে কম্বোডিয়া তাদের বসতবাড়িতে গুলি চালিয়েছে। পাল্টা অভিযোগে কম্বোডিয়া জানিয়েছে, থাইল্যান্ড আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ক্লাস্টার বোমা ব্যবহার করেছে। থাই কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো বক্তব্য দেয়নি।

যদিও থাইল্যান্ড এই সংঘাতে তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই বলে জানিয়েছে তবুও আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উভয় দেশকে আলোচনায় বসার প্রস্তাব দিয়েছেন। যুক্তরাষ্ট্রও বেসামরিকদের নিরাপত্তা নিশ্চিত করে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে।

তথ্য : বিবিসি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত