ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

মাইলস্টোন দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৬ ১৭:২৪:১০
মাইলস্টোন দুর্ঘটনা: বার্ন ইনস্টিটিউট থেকে সর্বশেষ পরিস্থিতি

ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন ৩৬ জনের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক। একই সঙ্গে, দগ্ধ দুই শিক্ষার্থী রাফসি (১২) ও আয়ান খানের (১২) শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

শনিবার (২৬ জুলাই) বিকেলে এক সংবাদ সম্মেলনে হাসপাতালের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন এই তথ্য জানান।

তিনি বলেন, আশঙ্কাজনক অবস্থায় থাকা চারজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি আরও জানান, বর্তমানে জাতীয় বার্ন ইনস্টিটিউটে মোট ৩৬ জন রোগী ভর্তি রয়েছেন। আইসিইউতে থাকা চারজন ছাড়াও সিবিআর (ক্রিটিক্যাল বার্ন রিসাসিটেশন) ক্যাটাগরিতে নয়জন এবং বাকিরা অন্যান্য ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।

পরিচালক আরও উল্লেখ করেন, আগামী এক সপ্তাহের মধ্যে পর্যায়ক্রমে আরও প্রায় ১০ জনকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত