ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

‘সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন’

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৬ ১৭:১৮:৪৯
‘সবার আগে নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজন’

সবার আগে রাষ্ট্রের প্রধান তিনটি অঙ্গ-নির্বাহী, আইন ও বিচার বিভাগে সংস্কার প্রয়োজনবলেজানিয়েছেনঅন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুলতিনিবলেন তিনটি জায়গায় সমস্যা থেকেই যাচ্ছে। অথচ এগুলো ঠিক না করে শুধু তথ্য কমিশন, মানবাধিকার কমিশন বা সেমিনারের মাধ্যমে সমস্যার সমাধান হবে না।

শনিবার (২৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয়েহিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির আয়োজিত ১১তম মানবাধিকার সম্মেলনে এসব কথা বলেনতিনি।

আইন উপদেষ্টাআসিফ নজরুল বলেন, বিশ্ববিদ্যালয় গুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি। এ লক্ষ্য অর্জনে আমাদের আত্মসমালোচনা ও আত্মশুদ্ধির মনোভাব গড়ে তুলতে হবে। এই মানসিকতা অনুপস্থিত থাকলে, আইন বা প্রাতিষ্ঠানিক পরিবর্তনের প্রভাবও সীমিত থেকে যাবে।

মানবাধিকার প্রসঙ্গে আসিফ নজরুল বলেন, এটি শুধুমাত্র আইনি বিষয় নয়, বরং একটি সামাজিক ও সাংস্কৃতিক চর্চা হিসেবেও গড়ে তুলতে হবে। মানুষের মধ্যে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা ও চর্চা না থাকলে কোনো আইনি কাঠামোই যথেষ্ট হবে না।

ক্ষমতাসীন সরকারকে ইঙ্গিত করে উপদেষ্টা বলেন, যখন একটি সরকারের ক্ষমতা হারানোরভয় থাকে না, তখন সেটি কীভাবে দানবীয় রূপ ধারণ করতে পারে, তা আমরা আওয়ামী লীগেরশাসনামলে প্রত্যক্ষ করেছি। সেই সময় হাজার হাজার ছাত্র-জনতা প্রাণ হারিয়েছেন, অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। এই ভয়াবহ অভিজ্ঞতা আমাদের জন্য বড় এক শিক্ষা হওয়া উচিত।

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, আশাবাদী হওয়া জরুরি, তবে তা যেন বাস্তবতাকে অগ্রাহ্য করে কল্পনায় ভেসে না যায়। মানবাধিকার প্রতিষ্ঠা কোনো সহজ পথ নয়এটি একটি ন্যায়ের জন্য অবিরাম সংগ্রামের নাম।

এ সময় সেমিনারে উপস্থিত গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্য ও ২০১১ সালের জুলাই অভ্যুত্থানে শহীদদের স্বজনরাও তাদের হৃদয়বিদারক অভিজ্ঞতা তুলে ধরেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত