ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

গত মাসে দেড় হাজার বাংলাদেশিকে পুশইন করেছে ভারত

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৬ ১৫:০২:২৯
গত মাসে দেড় হাজার বাংলাদেশিকে পুশইন করেছে ভারত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী নিশ্চিত করেছেন যে, বিগত এক মাসে ভারত থেকে প্রায় দেড় হাজার বাংলাদেশিকে দেশে পুশইন করা হয়েছে। তবে তিনি এও উল্লেখ করেন যে, বর্তমানে এই সংখ্যা হ্রাস পেয়েছে।

শনিবার (২৬ জুলাই) নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অবস্থিত র‌্যাব-১১-এর সদর দপ্তর পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য প্রকাশ করেন। তিনি বলেন, ‘ভারত থেকে গত এক মাসে ১ হাজার ৫০০ বাংলাদেশিকে পুশইন করা হয়েছে—এই তথ্য সঠিক। তবে বর্তমানে সংখ্যা কমে এসেছে।’

এই প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘ভারতে যেসব বাংলাদেশি রয়েছেন, তাদের একসময় ফেরত নিতেই হবে—সে ১০ বছর পর হোক বা ২০ বছর পর। তবে ভারতের কিছু সীমান্ত দিয়ে আমাদের নাগরিকদের সঙ্গে রোহিঙ্গাদেরও পাঠিয়ে দেওয়া হচ্ছে। তাদের আমরা গ্রহণ করছি না, ফেরত পাঠিয়ে দিচ্ছি।’

পুশইনের এই পদ্ধতির সমালোচনা করে উপদেষ্টা একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার ওপর জোর দেন এবং বলেন, বাংলাদেশকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নাগরিক হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। তিনি বলেন, ‘আমরা ভারতকে বলেছি—আমাদের কোনো নাগরিক থাকলে তারা যেন নিয়ম মেনে ফেরত পাঠায়। যেমনটা আমরা ভারতীয়দের নিয়ম মেনে ফেরত পাঠাই। কিন্তু তারা পুশইনের সময় নদীর পাড়ে, জঙ্গলে ফেলে যায়—এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়।’

তিনি বাংলাদেশের অবস্থান দ্ব্যর্থহীনভাবে জানিয়ে বলেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক অবৈধভাবে ভারতে থাকলে তাদের যথাযথ প্রক্রিয়ায় গ্রহণ করা হবে। তবে ভারত থেকে যদি কোনো রোহিঙ্গাকে পাঠানো হয়, তাকে গ্রহণ করা হবে না।’

পুশইনের সংখ্যা কমে আসার কারণ হিসেবে সরকারি প্রতিবাদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে এবং সেই প্রতিবাদের ফলেই বর্তমানে পুশইনের সংখ্যা কিছুটা কমেছে।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত