ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

তথ্য অধিকার কার্যকর করতে আসছে নতুন তথ্য কমিশন

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৬ ১২:০৩:৫০
তথ্য অধিকার কার্যকর করতে আসছে নতুন তথ্য কমিশন

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় তথ্য কমিশন গঠনের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এটি দেশের সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নাগরিকদের অংশগ্রহণ বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার (২৬ জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এই উদ্যোগটি বর্তমান সরকারের স্বচ্ছতা এবং জবাবদিহিতার প্রতি অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘তথ্য অধিকার আইন, ২০০৯’ অনুযায়ী গঠিতব্য এই কমিশন একজন প্রধান তথ্য কমিশনার এবং দুজন তথ্য কমিশনার নিয়ে গঠিত হবে। কমিশনের কার্যকারিতা ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বৈচিত্র্য নিশ্চিত করতে, দুজন তথ্য কমিশনারের মধ্যে কমপক্ষে একজন নারী থাকবেন। এটি লিঙ্গ সমতা এবং নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করে।

তথ্য কমিশনের গঠন দেশের তথ্য প্রবাহে গতি আনবে এবং সরকারি কর্মকাণ্ডে আরও বেশি স্বচ্ছতা নিশ্চিত করবে। এর মাধ্যমে নাগরিকরা সরকারি তথ্য পাওয়ার অধিকার প্রয়োগ করতে পারবেন, যা দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত