ঢাকা, মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর ২০২৫, ২৫ ভাদ্র ১৪৩২
আতঙ্ক এখনো কাটেনি, চলতি সপ্তাহেও বন্ধ থাকবে মাইলস্টোন

উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনার রেশ এখনো কাটেনি। এই মর্মান্তিক দুর্ঘটনার পর শিক্ষার্থীরা এখনও মানসিক ট্রমা থেকে পুরোপুরি বেরিয়ে আসতে পারেনি, যার ফলস্বরূপ শিক্ষাপ্রতিষ্ঠানটির ক্লাস ও পরীক্ষা এই সপ্তাহেও বন্ধ থাকবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। আগামী সপ্তাহে ক্লাস কবে থেকে শুরু হবে, সে বিষয়েও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি।
মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি ক্যাম্পাসের ইংলিশ শাখার অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম খান সংবাদ মাধ্যমকে জানান, বিমান বিধ্বস্তের ঘটনায় তদন্ত কমিটি কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের মানসিক অবস্থা এখনো স্বাভাবিক হয়নি। তাদের সহায়তা করার জন্য তিনজন কাউন্সেলরকে ক্যাম্পাসে রাখা হয়েছে, যেখানে শিক্ষার্থী ও অভিভাবকরা এসে তাদের সঙ্গে কথা বলতে পারছেন। এমন পরিস্থিতিতে চলতি সপ্তাহে ক্লাস-পরীক্ষা পুনরায় চালু করা সম্ভব হচ্ছে না। তিনি আরও বলেন, ক্লাস চালুর বিষয়ে কর্তৃপক্ষ এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে আগামী সপ্তাহে ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, বিমান বিধ্বস্তের পাঁচ দিন পর আজ শনিবার (২৬ জুলাই) স্কুলের সামনে সাধারণ মানুষের ভিড় দেখা গেছে। বেশিরভাগই গেটের ফাঁকা অংশ দিয়ে ভেতরের পরিস্থিতি দেখার চেষ্টা করছেন। আজ শিক্ষার্থী ও অভিভাবকদের ভেতরে প্রবেশে বাধা দেওয়া হচ্ছে না। স্কুলের অধিকাংশ শিক্ষার্থীই তাদের বাবা-মায়ের হাত ধরে ক্যাম্পাসে প্রবেশ করছে। তবে সাংবাদিক ও উৎসুক লোকজনকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না।
বেলা ১১টার দিকে স্কুলের পরিচয়পত্র গলায় ঝুলিয়ে ক্যাম্পাসে ঢোকে অনেক ছাত্র-ছাত্রী। এরমধ্যে সপ্তম শ্রেণির ছাত্র জুনায়েদ সিদ্দিকী। আধা ঘণ্টা ক্যাম্পাসে ঘুরে বেলা সাড়ে ১১টায় বের হয়ে জুনায়েদ সাংবাদিকদের সঙ্গে কথা বলে। সে জানায়, "ওই দিন বিমান দুর্ঘটনার সময় বিকট শব্দ হয়েছিল। মনে হয়েছিল কানের পর্দা ফেটে যাবে। আতঙ্কে সবাই ছোটাছুটি করি। একপর্যায়ে শান্ত হয়ে স্কুলের যে ভবনটিতে বিমান বিধ্বস্ত হয়েছে, সেখানে আসি। দেখি শিশু শিক্ষার্থীদের হাত-পা ছড়িয়ে-ছিঁটে আছে। বহু শিক্ষার্থী আগুনে পুড়ে গেছে। এমন করুণ দৃশ্য বলে বোঝানো যাবে না। এখন রাতে ঘুমাতে গেলে এই দৃশ্য চোখে ভেসে ওঠে। এমন পরিস্থিতিতে কীভাবে ক্লাস-পরীক্ষা দেব, মাথায় আসে না।"
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আকস্মিক এই দুর্ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে গভীর মানসিক প্রভাব পড়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বন্ধ রাখার সিদ্ধান্ত শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কর্তৃপক্ষ কাউন্সেলিং পরিষেবার মাধ্যমে শিক্ষার্থীদের স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করছে। পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতেই ক্লাস ও পরীক্ষা পুনরায় শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শেয়ারবাজারে দ্রুত মুনাফা তোলার ৫টি ট্রেডিং টিপস
- বিও অ্যাকাউন্টের ফি নিয়ে বিনিয়োগকারীদের সুখবর দিল বিএসইসি
- এক হাজার কোটি টাকার মামলায় শিবলী রুবাইয়াত গ্রেপ্তার
- তালিকাচ্যুতির ঝুঁকিতে অলিম্পিক এক্সেসরিজ
- সাবেক কর্মীদের ১৮২৩ কোটি টাকা আটকে রেখেছে ম্যারিকো
- এক বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় ৫ কোম্পানি
- রবির মাধ্যমে দেশে আসছে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট
- সর্বোচ্চ চাহিদায় নাগালের বাইরে ১৪ প্রতিষ্ঠান
- শেয়ার কারসাজিতে ১২ জনকে সাড়ে ৩ কোটি টাকা জরিমানা
- তিন কোম্পানির অস্বাভাবিক শেয়ারদর: ডিএসইর সতর্কবার্তা
- শেয়ারবাজারে মিডল্যান্ড ব্যাংকের নতুন যাত্রা
- আট কোম্পানির শেয়ার নিয়ে কাড়াকাড়ি
- সর্বনিম্ন দামে আটকে গেল ৭ কোম্পানির শেয়ার
- নতুন উচ্চতায় অগ্রসর হচ্ছে দেশের শেয়ারবাজার
- মুনাফা বাড়াতে নতুন পরিকল্পনা: ঘুরে দাঁড়াচ্ছে হাক্কানী পাল্প