ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

‘সুশাসনের অভাবেই দেশ আজ চাঁদাবাজির রাজ্যে’: মির্জা ফখরুল

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৬ ১২:১৪:৪৩
‘সুশাসনের অভাবেই দেশ আজ চাঁদাবাজির রাজ্যে’: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সুশাসনের কোনো ছাপ নেই, সবকিছুই যেন নিয়ন্ত্রণহীন। আগে যে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নেওয়া হতো, এখন তাকে দিতে হচ্ছে পাঁচ লাখ। অথচ আইনশৃঙ্খলা বাহিনীতে কোনো বাস্তব পরিবর্তন দেখা যাচ্ছে না।

রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

মির্জা ফখরুল বলেন, ‘এটা ঠিক যে রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। তবে তার মানে এই নয় যে হাত গুটিয়ে বসে থাকতে হবে কিংবা সংস্কারের কাজ অনির্দিষ্টকালের জন্য থেমে থাকবে। যেকোনো টেকসই পরিবর্তনের জন্য সময় প্রয়োজন। কিন্তু সেই পরিবর্তনের পথও জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে উন্মুক্ত হতে হবে। গণতন্ত্রের চর্চাকে আরও বিস্তৃত ও কার্যকর করতে হবে।’

তিনি বলেন, মানুষকে তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সব ধরনের সংস্কার ও রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত আসা উচিত। আর সেই লক্ষ্যে অযথা বিলম্ব না করে দ্রুত একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক পরিসরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উচ্চ ট্যারিফ নীতি বাংলাদেশের অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলতে পারে। এই পরিস্থিতিতে কেবল সরকারের পক্ষ থেকেই নয়, বরং সব রাজনৈতিক দলকে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় স্বার্থ নয়, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষাই হওয়া উচিত এখনকার প্রধান লক্ষ্য। জাতীয় স্বার্থে ঐক্যমত গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলায় কৌশল নির্ধারণ করা জরুরি।’

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত