ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
‘সুশাসনের অভাবেই দেশ আজ চাঁদাবাজির রাজ্যে’: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে সুশাসনের কোনো ছাপ নেই, সবকিছুই যেন নিয়ন্ত্রণহীন। আগে যে ব্যবসায়ীর কাছ থেকে তিন লাখ টাকা চাঁদা নেওয়া হতো, এখন তাকে দিতে হচ্ছে পাঁচ লাখ। অথচ আইনশৃঙ্খলা বাহিনীতে কোনো বাস্তব পরিবর্তন দেখা যাচ্ছে না।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে ড. হোসেন জিল্লুর রহমান রচিত ‘অর্থনীতি, শাসন ও ক্ষমতা: যাপিত জীবনের আলেখ্য’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লেখক নিজে এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
মির্জা ফখরুল বলেন, ‘এটা ঠিক যে রাতারাতি পরিবর্তন আনা সম্ভব নয়। তবে তার মানে এই নয় যে হাত গুটিয়ে বসে থাকতে হবে কিংবা সংস্কারের কাজ অনির্দিষ্টকালের জন্য থেমে থাকবে। যেকোনো টেকসই পরিবর্তনের জন্য সময় প্রয়োজন। কিন্তু সেই পরিবর্তনের পথও জনগণের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে উন্মুক্ত হতে হবে। গণতন্ত্রের চর্চাকে আরও বিস্তৃত ও কার্যকর করতে হবে।’
তিনি বলেন, মানুষকে তার রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, নির্বাচন হতে হবে অবাধ ও সুষ্ঠু। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমেই সব ধরনের সংস্কার ও রাষ্ট্র পরিচালনার সিদ্ধান্ত আসা উচিত। আর সেই লক্ষ্যে অযথা বিলম্ব না করে দ্রুত একটি গ্রহণযোগ্য গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার আহ্বান জানান তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, ‘বর্তমানে আন্তর্জাতিক বাণিজ্য ও অর্থনৈতিক পরিসরে যে পরিবর্তন দেখা যাচ্ছে, তা আমাদের জন্য গভীর উদ্বেগের বিষয়। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য উচ্চ ট্যারিফ নীতি বাংলাদেশের অর্থনীতিকে বড় ধরনের সংকটে ফেলতে পারে। এই পরিস্থিতিতে কেবল সরকারের পক্ষ থেকেই নয়, বরং সব রাজনৈতিক দলকে জনস্বার্থকে অগ্রাধিকার দিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দলীয় স্বার্থ নয়, দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষাই হওয়া উচিত এখনকার প্রধান লক্ষ্য। জাতীয় স্বার্থে ঐক্যমত গড়ে তুলে পরিস্থিতি মোকাবেলায় কৌশল নির্ধারণ করা জরুরি।’
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা