ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

যুদ্ধবিরতির আলোচনায় সম্মত দুই দেশ, জানালেন ট্রাম্প

ডুয়া নিউজ- আন্তর্জাতিক
২০২৫ জুলাই ২৭ ০৯:০১:৫৫
যুদ্ধবিরতির আলোচনায় সম্মত দুই দেশ, জানালেন ট্রাম্প

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যকার চলমান সীমান্ত সংঘর্ষ থামাতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। উভয় পক্ষই দ্রুত যুদ্ধবিরতি ও শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে বলে জানান তিনি।

রোববার (২৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শনিবার (২৬ জুলাই) দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, রক্তক্ষয়ী সংঘর্ষের পরপরই তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত ও থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাইয়ের সঙ্গে কথা বলেন। আলোচনায় তিনি দুই নেতাকে হুঁশিয়ার করে বলেন সংঘাত বন্ধ না হলে যুক্তরাষ্ট্র তাদের কারও সঙ্গেই বাণিজ্য চুক্তি করবে না।

ফেসবুকে দেওয়া এক পোস্টে থাই প্রধানমন্ত্রী ফুমথাম ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন, থাইল্যান্ড যুদ্ধবিরতিতে রাজি আছে, তবে শান্তির জন্য কম্বোডিয়ার পক্ষ থেকেও আন্তরিকতা দেখতে চায়। তিনি আরও জানান, ট্রাম্পকে অনুরোধ করেছেন যেন তিনি কম্বোডিয়াকে দ্বিপক্ষীয় আলোচনার উদ্যোগ নিতে উৎসাহিত করেন।

গত ১৩ বছরে থাই-কম্বোডিয়া সীমান্তে এটাই সবচেয়ে ভয়াবহ সংঘাত। এতে এ পর্যন্ত ৩০ জনের বেশি প্রাণ হারিয়েছেন এবং বাস্তুচ্যুত হয়েছেন ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ।

যুদ্ধের তৃতীয় দিনে গড়ানোর পর নতুন নতুন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষই পাল্টাপাল্টি অভিযোগ করেছে এবং বলেছে, তারা আত্মরক্ষায় প্রতিক্রিয়া দেখিয়েছে। পাশাপাশি যুদ্ধ থামিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছে।

চলমান এই সংঘাত নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি দ্রুত যুদ্ধবিরতিতে পৌঁছাতে দুই দেশকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।

তবে ট্রাম্প যুদ্ধবিরতি আলোচনা কোথায় এবং কবে হতে পারে, সে বিষয়ে কোনো বিস্তারিত জানাননি। হোয়াইট হাউস থেকেও তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কিছু জানানো হয়নি। একইসঙ্গে ওয়াশিংটনে অবস্থিত থাই ও কম্বোডিয়ান দূতাবাসও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া দেয়নি।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত