ঢাকা, বুধবার, ১২ নভেম্বর ২০২৫, ২৮ কার্তিক ১৪৩২
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্র উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ছয় দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। রোববার (২৭ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।
এই সফরের মূল উদ্দেশ্য হলো নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিতব্য একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, যেখানে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ ও টেকসই দ্বিরাষ্ট্র ভিত্তিক রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা হবে।
শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত একটি প্রস্তাবের আলোকে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি ২৮ ও ২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।
বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান পুনরুজ্জীবনের ওপর জোর দেবেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধিকারের পক্ষে বাংলাদেশের অবিচল অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সম্মেলনে উপদেষ্টা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা ও সাধারণ পরিষদের প্রস্তাবনার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি সময় সীমা নির্ধারণ ও বাস্তব ভিত্তিক রোডম্যাপের পক্ষে মত প্রকাশ করবেন উপদেষ্টা।
বিশ্লেষকদের মতে, এই সম্মেলনটি গাজা পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মানবিক সহায়তা জোরদার, গাজায় প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে নতুন গতি সঞ্চার করবে বলে তারা মনে করছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ভারত: খেলাটি কবে, কোথায়, কখন-জানুন সময়সূচি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: প্রথম দিনের খেলা শেষ, জানুন স্কোর
- নতুন মার্জিন নীতিতে কারা সুবিধা পাবেন, কারা হারাবেন?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: জয়-সাদমানের ফিফটি, দেখনু বর্তমান ফলাফল
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: লিড নিল বাংলাদেশ, দেখুন সর্বশেষ স্কোর-LIVE
- ভারত বনাম অস্ট্রেলিয়া: কবে, কখন, কোথায়-যেভবে দেখবেন সরাসরি(LIVE)
- চলছে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ১ম টেস্ট ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন(LIVE)
- শেয়ারবাজারে নতুন মার্জিন বিধিমালা জারি করল বিএসইসি
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: নাহিদ-মিরাজের জোড়া শিকার, সরাসরি(LIVE) দেখুন এখানে
- নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজ: খেলাটি মোবাইলে সরাসরি দেখুন(LIVE)
- দুই বছর ডিভিডেন্ড না দেওয়ায় ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন
- আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ঝড়ো শুরু, সরাসরি দেখুন এখানে(LIVE)
- বিএসইসির সাবেক চেয়ারম্যান খায়রুল হোসেনের বিরুদ্ধে দুদকের তদন্ত শুরু
- ‘নো ডিভিডেন্ড’- এর বদনাম ঘুচাল বস্ত্র খাতের তিন কোম্পানি
- পাঁচ ব্যাংকের শেয়ারহোল্ডারদের জন্য বাংলাদেশ ব্যাংকের বার্তা