ঢাকা, রবিবার, ২৭ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্র উপদেষ্টা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৭ ০০:০৬:৩২
যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ছয় দিনের যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন। রোববার (২৭ জুলাই) সকালে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এই সফরের মূল উদ্দেশ্য হলো নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে অনুষ্ঠিতব্য একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ, যেখানে ফিলিস্তিন সংকটের শান্তিপূর্ণ ও টেকসই দ্বিরাষ্ট্র ভিত্তিক রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা হবে।

শনিবার (২৬ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

জানা যায়, জাতিসংঘ সাধারণ পরিষদের গৃহীত একটি প্রস্তাবের আলোকে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ উদ্যোগে আয়োজিত এই সম্মেলনটি ২৮ ও ২৯ জুলাই নিউইয়র্কে অনুষ্ঠিত হবে। এতে বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা অংশ নেবেন।

বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন। গাজা পরিস্থিতির প্রেক্ষাপটে তিনি দ্বিরাষ্ট্র ভিত্তিক সমাধান পুনরুজ্জীবনের ওপর জোর দেবেন এবং ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার ও স্বাধিকারের পক্ষে বাংলাদেশের অবিচল অবস্থান তুলে ধরবেন বলে আশা করা হচ্ছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, সম্মেলনে উপদেষ্টা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ এবং নিরাপত্তা ও সাধারণ পরিষদের প্রস্তাবনার প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন। পাশাপাশি মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় একটি সময় সীমা নির্ধারণ ও বাস্তব ভিত্তিক রোডম্যাপের পক্ষে মত প্রকাশ করবেন উপদেষ্টা।

বিশ্লেষকদের মতে, এই সম্মেলনটি গাজা পরিস্থিতি মোকাবেলায় আন্তর্জাতিক সমন্বিত উদ্যোগ গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। মানবিক সহায়তা জোরদার, গাজায় প্রশাসনিক কাঠামো পুনর্গঠন এবং ফিলিস্তিন রাষ্ট্রকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানে নতুন গতি সঞ্চার করবে বলে তারা মনে করছেন।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত