ঢাকা, শনিবার, ২৬ জুলাই ২০২৫, ১১ শ্রাবণ ১৪৩২

বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

ডুয়া নিউজ- জাতীয়
২০২৫ জুলাই ২৬ ২১:৫৪:১৩
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে নতুন বার্তা

বাংলাদেশের ওপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ অবস্থায় দেশের অনেক জায়গায়বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে তাপমাত্রা নিয়েও রয়েছে নতুন পূর্বাভাস।

শনিবার (২৬ জুলাই) সন্ধ্যায় দেওয়া সর্বশেষ পূর্বাভাসে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে অবস্থানরত নিম্নচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি উত্তর ছত্তিশগড়তৎসংলগ্ন পূর্ব মধ্যপ্রদেশে অবস্থান করছে। এটি আরও পশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ বর্তমানে রাজস্থান, উত্তরপ্রদেশ, স্থল নিম্নচাপের কেন্দ্র, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল ও আসামপর্যন্ত বিস্তৃত রয়েছে।

এই পরিস্থিতিতে:শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমবে

রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আটটি বিভাগেই (রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট) অস্থায়ীভাবে দমকা হাওয়া-সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণের আশঙ্কাও রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই রকম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেশের বিভিন্ন এলাকায়বজ্রসহ বৃষ্টি ও অনেক জায়গায়অতি ভারী বর্ষণ হতে পারে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত