ঢাকা, সোমবার, ২৮ জুলাই ২০২৫, ১২ শ্রাবণ ১৪৩২

ডিএসইর লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরির আধিপত্য

ডুয়া নিউজ- শেয়ারবাজার
২০২৫ এপ্রিল ২০ ১৮:২৭:১৮
ডিএসইর লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরির আধিপত্য

নিজস্ব প্রতিবেদক : আজ ২০ এপ্রিল সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দরপতন দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সুচক ০.৪৫ শতাংশ বা ২২.৯৫ পয়েন্ট কমলেও ১১ কোটি ৭৮ লাখ ৫৭ হাজার লেনদেন বেড়েছে। আজ ডিএসইর ডিএসইর লেনদেন তালিকায় ‘এ’ ক্যাটাগরি কোম্পানির আধিপত্য দেখা গেছে। এদিন লেনদেন তালিকায় প্রথম ১০টির মধ্যে ৬টিই ছিল ‘এ’ ক্যাটাগরির কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

লেনদেন তালিকায় অবস্থান করা ‘এ’ ক্যাটাগরির কোম্পানি ৬টি হলো- ইস্টার্ন ব্যাংক পিএলসি, বিচ হ্যাচারি, বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি), বেক্সিমকো ফার্মা, ইস্টার্ন লুব্রিক্যান্টস, এপেক্স ফুটওয়্যার এবং ওরিয়ন ইনফিউশন।

জানা যায়, আজ ডিএসইতে টাকার অংকে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইস্টার্ন ব্যাংকের। এদিন ডিএসইতে কোম্পানিটির ১২ কোটি ৬৮ লাখ ৪৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর মাধ্যমে কোম্পানিটি লেনদেন তালিকার শীর্ষে উঠে এসেছে।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ২৭ টাকায় লেনদেন হয়েছে।

লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করা বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ৪২ লাখ ৮১ হাজার টাকার।

আজ ডিএসইতে কোম্পানিটির প্রতিটি শেয়ার সর্বশেষ ৮৮ টাকা ২০ পয়সায় লেনদেন হয়েছে।

আজ ডিএসইর লেনদেন তালিকায় ৫ম স্থানে অবস্থান করছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন। এদিন ডিএসইতে কোম্পানিটির ৭ কোটি ৪৮ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার সবশেষ ৯২ টাকা ৭০ পয়সায়।

ডিএসইর লেনদেন তালিকায় ৬ষ্ঠ স্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা। এদিন ডিএসইতে কোম্পানিটির ৭ কোটি ১০ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার ৯৭ টাকা ৪০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেন তালিকায় ৮ম অবস্থান করছে ইস্টার্ন লুব্রিক্যান্টস। এদিন ডিএসইতে কোম্পানিটির ৬ কোটি ৫৩ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার ২ হাজার ৫৯৯ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেন তালিকায় ৯ম অবস্থান করছে এপেক্স ফুটওয়্যার। এদিন ডিএসইতে কোম্পানিটির ৬ কোটি ৪৬ লাখ ৪৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার ২৩৬ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়েছে।

ডিএসইর লেনদেন তালিকায় দশম অবস্থান করছে ওরিয়ন ইনফিউশন। এদিন ডিএসইতে কোম্পানিটির ৬ কোটি ২২ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ কোম্পানিটির প্রতিটি শেয়ার ৩৮৯ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে।

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বৈদেশিক ঋণ পরিশোধে ইতিহাস

বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিশোধের পরিমাণ প্রথমবারের মতো ৪ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রোববার (২৭ জুলাই) প্রকাশিত অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে বলা... বিস্তারিত