ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
জনগণ বিএনপির ওপর আস্থা রাখার সিদ্ধান্ত নিয়েছে: নজরুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষ বিএনপির প্রতি আস্থা প্রকাশ করেছে বলে মন্তব্য করেছেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। তার ভাষ্য অনুযায়ী, জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব একটি অভিজ্ঞ রাজনৈতিক দলের হাতে দেখতে চায়।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ধানের শীষের পক্ষে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশে লাখো মানুষের উপস্থিতিই প্রমাণ করে জনগণ কার ওপর ভরসা রাখছে। তিনি অভিযোগ করেন, যারা নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে ব্যর্থ হয়েছে, তারাই এখন নানা ধরনের অপপ্রচারে লিপ্ত। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তারেক রহমান ও বিএনপি নেতাদের বিরুদ্ধে চরিত্রহননের চেষ্টা চলছে।
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনায় অভিজ্ঞতার কোনো বিকল্প নেই। দেশের প্রশাসন, অর্থনীতি ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচালনার জন্য যে দক্ষতা দরকার, তা সবচেয়ে বেশি রয়েছে বিএনপির কাছে।
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। একটি দল বিপুল অর্থ ব্যয় করে মিথ্যা তথ্য ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তবে এসব অপপ্রচার শেষ পর্যন্ত ব্যর্থ হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
আইনজীবীদের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, জনগণের সঙ্গে আইনজীবীদের সরাসরি যোগাযোগ রয়েছে। অতীতের মতো এবারও তারা বিএনপির পাশে থাকবেন এবং মানুষের মধ্যে ছড়ানো বিভ্রান্তি দূর করতে সক্রিয় ভূমিকা রাখবেন।
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে বিএনপি প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা, জনগণের জীবন-জীবিকা নিশ্চিত করা, কর্মক্ষম বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, শিশুদের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা, নারী সমাজের সমস্যা সমাধান এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কার্যকরভাবে পুনর্গঠন করা হবে।
তিনি বলেন, এবারের নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে রাষ্ট্র পরিচালনার বাস্তব অভিজ্ঞতা সবচেয়ে বেশি বিএনপির রয়েছে। দেশকে সঠিক পথে ফিরিয়ে আনতে সেই অভিজ্ঞতারই প্রয়োজন, আর জনগণ সেটিই বিবেচনায় নিচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজলসহ সংগঠনের অন্যান্য নেতারা।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা