ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
দর সংশোধনের মাঝেও ফুরফুরে বিনিয়োগকারীরা
নিজস্ব প্রতিবেদক : টানা তিন কার্যদিবস ধারাবাহিক উত্থানের পর আজ বুধবার (২১ জানুয়ারি, ২০২৬) শেয়ারবাজারে স্বাভাবিক দর সংশোধন লক্ষ্য করা গেছে। দিনের শুরুতে প্রধান শেয়ারবাজার Dhaka Stock Exchange (ডিএসই)-এ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হয়, যা দুপুর ১২টা পর্যন্ত অব্যাহত ছিল। পরবর্তীতে সূচক নিম্নমুখী হলেও দিনের শেষভাগে আবার কিছুটা ঘুরে দাঁড়ায়।
দিনশেষে সূচকের পাশাপাশি টাকার অঙ্কে মোট লেনদেন কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারদরও হ্রাস পেয়েছে।
বাজার সংশ্লিষ্টদের মতে, চলতি সপ্তাহে শেয়ারবাজার যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা সামগ্রিকভাবে অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। তাদের আশা, নির্বাচনের পর সূচক ও লেনদেন উভয়ই নতুন মাইলফলকে পৌঁছাবে এবং আগের সোনালি সময় আবার ফিরে আসবে। টানা উত্থানের পর আজকের এই দর সংশোধনকে তারা স্বাভাবিক বাজার প্রবণতা হিসেবেই দেখছেন, যার ফলে বিনিয়োগকারীরাও ফুরফুরে মেজাজে রয়েছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বুধবার সপ্তাহের চতুর্থ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩.১০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০৫.৮৪ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ৩.২৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৭.৬৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ৬.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬৪.৩১ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৮৯টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৩৬টির দর বেড়েছে, ১৯২টির দর কমেছে এবং ৬১টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৬০৫ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৬৬৯ কোটি ৮৫ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৬৪ কোটি ২৫ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৩ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১০ কোটি ৭৬ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৯৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৬টির, কমেছে ৯১টির এবং পরিবর্তন হয়নি ২১টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৬.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৮.৩৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৪৯.৫২ পয়েন্ট বেড়েছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল