ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২
শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা শেয়ারবাজারে টানা দ্বিতীয় কার্যদিবসেও মূল সূচক কিছুটা নিম্নমুখী ছিল। বুধবার (২২ জানুয়ারি, ২০২৬) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইএক্স এবং অন্যান্য সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন সম্পন্ন হয়। এদিন লেনদেনের আর্থিক মূল্যও পূর্বের তুলনায় কিছুটা সংকুচিত হয়। অধিকাংশ কোম্পানির শেয়ার দরও কমতির দিকে ছিল। তবে, বাজার সংশ্লিষ্ট বিশ্লেষকগণ এই সাময়িক পতনকে স্বাস্থ্যকর সমন্বয় হিসাবে মূল্যায়ন করছেন এবং বিনিয়োগকারীদের মনোবল স্থিতিশীল রয়েছে বলে মন্তব্য করেছেন।
বাজার বিশেষজ্ঞদের পর্যবেক্ষণে দেখা গেছে, চলতি সপ্তাহের প্রথম তিন দিন শেয়ার সূচক যেখানে দ্রুতগতিতে ঊর্ধ্বমুখী ছিল, সপ্তাহের শেষের দুই দিনে সেই গতি ধরে রাখা যায়নি। মঙ্গল ও বুধবার মিলে ডিএসই'র প্রধান সূচক মাত্র ৯ পয়েন্ট কমলেও, পূর্বের তিন দিনে এটি প্রায় ১৫০ পয়েন্ট বৃদ্ধি পেয়েছিল। তাছাড়া, লেনদেনের আর্থিক পরিমাণ যেভাবে বৃদ্ধি পেয়েছিল, সেভাবে হ্রাস পায়নি। এই প্রবণতাই নির্দেশ করে যে, ক্ষুদ্র পতন সত্ত্বেও বাজার অংশগ্রহণকারীদের মধ্যে ভরসা অটুট আছে। বিনিয়োগকারীরা তাদের শেয়ার ধরে রাখায় বিক্রয় চাপ সীমিত ছিল, ফলে সামগ্রিক লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে বলে বিশ্লেষকরা মত দিয়েছেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫ হাজার ৯৯.৬০ পয়েন্টে। এদিন অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.২৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৫.৪২ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৬২.৮৭ পয়েন্টে।
আজ ডিএসইতে মোট ৩৯০টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ১৪৫টির দর বেড়েছে, ১৮৯টির দর কমেছে এবং ৫৬টির দর অপরিবর্তিত রয়েছে।
ডিএসইতে এদিন প্রায় ৫৩৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল প্রায় ৬০৫ কোটি ৬০ লাখ টাকার। আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ৬৯ কোটি ৪৮ লাখ টাকা।
এদিকে, অপর শেয়ারবাজার চট্টগ্রাম এক্সচেঞ্জে (সিএসই) আজ ১৪ কোটি ৪৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগেরদিন সিএসইতে ১৩ কোটি ১৩ লাখ শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
আজ সিএসইতে লেনদেন হওয়া ১৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার ও ইউনিট দর বেড়েছে ৮৭টির, কমেছে ৫৭টির এবং পরিবর্তন হয়নি ২০টির।
এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৫.২৪ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৪ হাজার ২৪৮.৩৬ পয়েন্টে। আগেরদিন সূচক সিএএসপিআই ৬.৯১ পয়েন্ট কমেছিল।
এসএ খান/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল