ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
'গণভোটে উদ্বুদ্ধ করা যাবে, পক্ষ নেওয়া যাবে না'
নিজস্ব প্রতিবেদক: গণভোট সামনে রেখে নির্বাচনী দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভূমিকা নিয়ে স্পষ্ট অবস্থান জানিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের ভাষ্য অনুযায়ী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ভোটারদের গণভোটে অংশ নিতে উদ্বুদ্ধ করতে পারবেন, তবে কোনো পক্ষের পক্ষে বা বিপক্ষে প্রচারে জড়াতে পারবেন না।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
গণভোটে কমিশনের দৃষ্টিভঙ্গি জানতে চাইলে তিনি বলেন, নির্বাচন কমিশন গণভোটকে ঘিরে নাগরিকদের অংশগ্রহণে উৎসাহ দিচ্ছে। তবে যাঁরা নির্বাচনী দায়িত্বে থাকবেন, তাঁরা আইনগতভাবেই নিরপেক্ষ থাকবেন। তিনি বলেন, ‘রিটার্নিং কর্মকর্তা নিযুক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি কোনো পক্ষের প্রতিনিধি থাকেন না। আমার অধীনস্থ কোনো রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা কোনো পক্ষের হয়ে প্রচার করছেন না।’
সরকার ও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাদের ‘হ্যাঁ’ প্রচার নিয়ে প্রশ্ন করা হলে এ বিষয়ে মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, নির্বাচন কমিশনার হিসেবে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে চান না।
নির্বাচনী মাঠের বর্তমান পরিস্থিতি নিয়ে তিনি জানান, মাঠপর্যায়ের পর্যবেক্ষণে কমিশনের কাছে যে চিত্র এসেছে, তাতে দেখা যাচ্ছে—অতীতের অনেক নির্বাচনের তুলনায় এবারের পরিবেশ উল্লেখযোগ্যভাবে ভালো রয়েছে।
জামায়াতে ইসলামী ও এনসিপির উত্থাপিত অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, উভয় দলের অভিযোগ কমিশন গুরুত্বসহকারে শুনেছে এবং এরই মধ্যে সেগুলোর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি আশ্বস্ত করে বলেন, নির্বাচন কমিশন এ ধরনের আশঙ্কাকে সঠিক মনে করে না। তিনি বলেন, ‘ইনশা আল্লাহ, আগামী ১২ ফেব্রুয়ারি জাতি দেখবে, বিশ্ব দেখবে—একটি সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।’
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে আরেক প্রশ্নের উত্তরে আনোয়ারুল ইসলাম সরকার জানান, ৮ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত সময়ে ১২৮টি আসনে মোট ১৪৪টি আচরণবিধি লঙ্ঘনের ঘটনা শনাক্ত হয়েছে। এসব ঘটনায় ৯ লাখ ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ৯৪টি মামলা দায়ের করা হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- রাতেই হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল, যেভাবে দেখবেন
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ