ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি

২০২৬ জানুয়ারি ২১ ১১:০১:৩২

৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার পর দেশের ৩০০ সংসদীয় আসনের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রাথমিক হিসাব অনুযায়ী, এবারের নির্বাচনে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে মোট ১ হাজার ৯৬৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে সারাদেশে ৩০৫ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আজ বুধবার (২১ জানুয়ারি) প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। প্রতীক বরাদ্দ সম্পন্ন হলে আগামীকাল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করতে পারবেন প্রার্থীরা।

চূড়ান্ত প্রার্থীর তালিকাদেখুন এখানে

নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, এবারের সংসদ নির্বাচনে সারাদেশে মোট ৩ হাজার ৪২২টি মনোনয়নপত্র গ্রহণ করা হয়। এর মধ্যে মনোনয়ন দাখিল করেছিলেন ২ হাজার ৫৮৫ জন প্রার্থী। যাচাই-বাছাই শেষে ১ হাজার ৮৫৮ জনকে বৈধ ঘোষণা করা হয় এবং ৭২৬টি মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে ৬৩৯ জন নির্বাচন কমিশনে আপিল করেন। আপিল নিষ্পত্তির পর ৪৩১ জন প্রার্থী তাদের প্রার্থিতা ফিরে পান। সব প্রক্রিয়া শেষে ৩০৫ জন প্রার্থী সরে দাঁড়ানোয় চূড়ান্তভাবে প্রার্থীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৬৭ জনে। উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত প্রার্থীর সংখ্যা ছিল ১ হাজার ৯৭০ জন।

এবারের নির্বাচনে প্রায় ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে। অধিকাংশ প্রার্থী নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত হলেও শতাধিক স্বতন্ত্র প্রার্থীও নির্বাচনী প্রতিযোগিতায় রয়েছেন। বিশেষ করে বিএনপি, জামায়াতে ইসলামী এবং ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী নতুন দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র প্রার্থীদের ঘিরে ভোটারদের মধ্যে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত স্বচ্ছ ব্যালট পেপারের মাধ্যমে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

চূড়ান্ত প্রার্থীর তালিকাদেখুন এখানে

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত