ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
সব দোষ আমার ওপর চাপানো হচ্ছে: মির্জা আব্বাস
নিজস্ব প্রতিবেদক: ঢাকা ৮ আসনের ধানের শীষ প্রার্থী এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বললেন, চা খাওয়ার দাওয়াত দেওয়াও যেন আমার দোষ হয়ে গেল। তিনি বলেন, “এটিও আমি হুমকি দিয়েছি বলে প্রচার হচ্ছে। কোথায় কি ঘটে, সব দোষ যেন মির্জা আব্বাসের।”
মির্জা আব্বাস আরও বলেন, “আমি তোমাদের বয়সে ঢাকা শহর দাপিয়ে বেড়িয়েছি। শহরজুড়ে আমার বন্ধু ও আত্মীয়স্বজন আছে। আমার যত ভক্ত আছে, তোমাদের আত্মীয়স্বজন তত নেই। যে যত কথাই বলুক, আমি তাদের ফাঁদে ফেলব না। আমি আমার ভোট চাইব, তোমারও ভোট চাই। এলাকার জন্য তুমি কি করেছো আর কি করবে, তা বলো। কিন্তু তোমরা পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার চেষ্টা করছ।”
মঙ্গলবার রাজধানীর মালিবাগ গুলবাগে ধানের শীষের পক্ষে প্রচারণা করার সময় তিনি এসব মন্তব্য করেন। পরে মির্জা আব্বাস শাহজাহানপুর মালিবাগ ১ম লেন থেকে মৌচাক মোড় হয়ে মালিবাগ মোড় ও রাজারবাগ পুলিশ গেট পর্যন্ত গণসংযোগ করেন। বিকেলে তিনি ১১নং ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনকৃত নির্বাচনী মিছিলে নেতৃত্ব দেন।
তিনি বলেন, “নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়, পরে আর পাওয়া যায় না। ৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি, কেউ বলতে পারবে না আমাকে পাওয়া যায়নি। যখন আন্দোলন সংগ্রাম করেছি, এলাকার মানুষ সমর্থন দিয়েছে। পুলিশি হামলা হলে বিভিন্ন মার্কেটে আশ্রয় নিয়েছি। অন্য প্রার্থী কি আন্দোলন করতে গিয়ে পালিয়ে বেড়িয়েছে?”
সাবেক মন্ত্রী আরও বলেন, “আমি অনেকবার এমপি হয়েছি, কেউ খালি হাতে ফিরে যায়নি। আমি যা পারব না, তা কখনো আশ্বাস দেইনি। মিথ্যা আশ্বাস দিই না। আমি ফেরেশতা নই, তবে কারও ক্ষতি করার জন্য মিথ্যা বলি না।”
তিনি এলাকার উন্নয়ন নিয়ে বলেন, “কিছু মাছের পোনা এসেছে, এদের ঠিকানা কোথায়? আমি জেলে গিয়েছিলাম, তখনও মানুষের সমস্যা সমাধানে সাহায্য করেছি। আজকে লম্বা কথা বলছেন, কিন্তু কতজনকে সাহায্য করেছেন? কতজনের জানাজায় গিয়েছেন, কতজনের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন?”
মির্জা আব্বাস বলেন, “একজন বলছে, চাঁদাবাজি কমানো না হলে লাল কার্ড দেখাবে। অথচ চাঁদাবাজি করছেন আপনি। লাল কার্ড দেওয়ার কথা বলছেন, তবে ১২ তারিখে জনগণই আপনাদের লাল কার্ড দেখাবে। ভাবা যেন বিএনপি ক্ষমতায়। তবে, আমরা বানের জলে ভেসে আসিনি, সবকিছুর দোষ বিএনপির ওপর চাপানো হচ্ছে। দেশে অশান্তি সৃষ্টি করার চেষ্টা শুরু হয়েছে।”
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি
- নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ
- কবে থেকে পুরো মাত্রায় কার্যকর হচ্ছে নবম পে স্কেল?