ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২

নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ

২০২৬ জানুয়ারি ২১ ১৯:৪০:০৭

নবম পে-স্কেল ২০২৫: ২০টি গ্রেডের পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন কমিশন ২০২৫ সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেলের চূড়ান্ত সুপারিশ পেশ করেছে। প্রচলিত ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে এই নতুন কাঠামোয় বেতন বৃদ্ধির পাশাপাশি নিম্ন ও উচ্চ পদের বেতনের বৈষম্য কমিয়ে ১:৮ অনুপাতে নিয়ে আসা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ফেসবুকে এ তথ্য শেয়ার করেন।

নিচে বক্সে দেওয়া ২০টি গ্রেডের বর্তমান (২০১৫) এবং প্রস্তাবিত (২০২৫) বেতন কাঠামোর পূর্ণাঙ্গ তালিকা দেওয়া হলো:

| গ্রেড | জাতীয় বেতন স্কেল, ২০১৫ (বর্তমান) | প্রস্তাবিত জাতীয় বেতন স্কেল, ২০২৫ |

| ১. | টাকা ৭৮,০০০ (নির্ধারিত) | টাকা ১,৬০,০০০ (নির্ধারিত) |

| ২. | টাকা ৬৬,০০০ - ৭৬,৪৯০ | টাকা ১,৩২,০০০ - ১,৫৩,০০০ |

| ৩. | টাকা ৫৬,৫০০ - ৭৪,৪০০ | টাকা ১,১৩,০০০ - ১,৪৮,৮০০ |

| ৪. | টাকা ৫০,০০০ - ৭১,২০০ | টাকা ১,০০,০০০ - ১,৪২,৪০০ |

| ৫. | টাকা ৪৩,০০০ - ৬৯,৮৫০ | টাকা ৮৬,০০০ - ১,৩৯,৭০০ |

| ৬. | টাকা ৩৫,৫০০ - ৬৭,০১০ | টাকা ৭১,০০০ - ১,৩৪,০০০ |

| ৭. | টাকা ২৯,০০০ - ৬৩,৪১০ | টাকা ৫৮,০০০ - ১,২৬,৮০০ |

| ৮. | টাকা ২৩,০০০ - ৫৫,৪৭০ | টাকা ৪৭,২০০ - ১,১৩,৭০০ |

| ৯. | টাকা ২২,০০০ - ৫৩,০৬০ | টাকা ৪৫,১০০ - ১,০৮,৮০০ |

| ১০. | টাকা ১৬,০০০ - ৩৮,৬৪০ | টাকা ৩২,০০০ - ৭৭,৩০০ |

| ১১. | টাকা ১২,৫০০ - ৩০,২৩০ | টাকা ২৫,০০০ - ৬০,৫০০ |

| ১২. | টাকা ১১,৩০০ - ২৭,৩০০ | টাকা ২৪,৩০০ - ৫৮,৭০০ |

| ১৩. | টাকা ১১,০০০ - ২৬,৫৯০ | টাকা ২৪,০০০ - ৫৮,০০০ |

| ১৪. | টাকা ১০,২০০ - ২৪,৬৮০ | টাকা ২৩,৫০০ - ৫৬,৮০০ |

| ১৫. | টাকা ৯,৭০০ - ২৩,৪৯০ | টাকা ২২,৮০০ - ৫৫,২০০ |

| ১৬. | টাকা ৯,৩০০ - ২২,৪৯০ | টাকা ২১,৯০০ - ৫২,৯০০ |

| ১৭. | টাকা ৯,০০০ - ২১,৮০০ | টাকা ২১,৪০০ - ৫১,৯০০ |

| ১৮. | টাকা ৮,৮০০ - ২১,৩১০ | টাকা ২১,০০০ - ৫০,৯০০ |

| ১৯. | টাকা ৮,৫০০ - ২০,৫৭০ | টাকা ২০,৫০০ - ৪৯,৬০০ |

| ২০. | টাকা ৮,২৫০ - ২০,০১০ | টাকা ২০,০০০ - ৪৮,৪০০ |

বেতন বৈষম্য নিরসন ও ভাতার প্রভাব:প্রস্তাবিত নতুন স্কেলে সর্বনিম্ন মূল বেতন ২০,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৬০,০০০ টাকা রাখা হয়েছে। এতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত দাঁড়িয়েছে ১:৮, যা ১৯৭৩ সালের ১:১৫.৪ এবং ২০১৫ সালের ১:৯.৪ এর তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

উদাহরণস্বরূপ, ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় কর্মরত ২০তম গ্রেডের একজন কর্মচারীর বর্তমান মূল বেতন ৮,২৫০ টাকা এবং ভাতাসহ মোট বেতন ১৬,৯৫০ টাকা। নতুন স্কেলে তার মূল বেতন হবে ২০,০০০ টাকা এবং বাড়িভাড়া ও অন্যান্য ভাতাসহ মোট বেতন দাঁড়াবে ৪১,৯০৮ টাকা।

১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা যাতায়াত, টিফিন, ধোলাই ও ঝুঁকি ভাতা পাবেন। তবে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের ‘গাড়ি সেবা নগদায়ন’ সুবিধা থাকায় তাদের ক্ষেত্রে যাতায়াত ভাতা আলাদাভাবে ধরা হয়নি, ফলে এই স্তরে বেতন বৃদ্ধির হার কিছুটা কম মনে হতে পারে। এছাড়া বর্তমানে প্রচলিত ১০% এবং ১৫% বিশেষ ভাতা নতুন স্কেল কার্যকর হলে প্রচলিত নিয়মে সমন্বয় করা হবে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত