ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২

ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান

২০২৬ জানুয়ারি ২৭ ১৭:৩৩:১৩

ক্ষমতায় গেলে বেকার সমস্যা সমাধান করা হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপি ক্ষমতায় এলে বেকার সমস্যা সমাধানের জন্য কর্মসংস্থান সৃষ্টির ব্যবস্থা করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই প্রতিশ্রুতি দেন।

চেয়ারম্যান তারেক রহমান বলেন, মানুষের জন্য রাজনীতি করি এবং দেশের পরিচালনার অভিজ্ঞতা শুধুমাত্র বিএনপির আছে। তাই দেশের সমস্যা সমাধানে ধানের শীষের প্রতি জনগণের সমর্থন অপরিহার্য। তিনি একে ‘পালানো স্বৈরাচারের ভাষা’ হিসেবে আখ্যায়িত করে বলেন, দুর্নীতির বিষয়ে মিথ্যাচার করা হচ্ছে। দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে ফেলে এগোনো সম্ভব নয়, এজন্যই ফ্যামিলি কার্ডের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, আমি-ডামি ও নিশিরাতের ভোট সবার অধিকার কেড়ে নিয়েছে।

এর আগে বিকেল ৪টার পর ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে জনসভায় উপস্থিত হন তারেক রহমান। জেলার বাইরে থেকে নেতাকর্মীরা বাস ও মাইক্রোবাসে মিছিল করে সমাবেশস্থলে প্রবেশ করেন। তারা জানান, চেয়ারম্যানকে কাছ থেকে একনজর দেখার জন্য আগেভাগেই জনসভায় উপস্থিত হয়েছেন।

সকালে সকাল ১১টা ৫ মিনিটে গুলশানের বাসা থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয় তারেক রহমানের গাড়ি বহর। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেন।

ময়মনসিংহ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বিভাগের সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভায় অংশগ্রহণ করেছিলেন। প্রায় ২২ বছর পর নেতার এই আগমনে এলাকাবাসী উচ্ছ্বসিত। জনসভায় তিনি ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা ও জামালপুরের ২৪টি আসনের সংসদ সদস্য প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন।

ঢাকা ফেরার পথে আরও দুটি সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। গাজীপুর রাজবাড়ী মাঠে তিনি সন্ধ্যা ৬টায় এবং উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে সন্ধ্যা ৭টায় সমাবেশে যোগ দেবেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত