ঢাকা, মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬, ১৩ মাঘ ১৪৩২
‘কর্মক্ষেত্রে মামা-খালুর হিসাব-নিকাশ আমাদের কাছে অচল’
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান ঘোষণা দিয়েছেন, সরকার গঠন করলে কর্মক্ষেত্রে ব্যক্তিগত হিসাব-নিকাশের কোনো জায়গা থাকবে না। তিনি মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে খুলনার সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এই প্রতিশ্রুতি দেন।
জামায়াত আমির বলেন, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি কলকারখানা বন্ধ থাকবে না, যেগুলো বন্ধ, সেগুলো পুনরায় চালু করা হবে। নতুন ইন্ডাস্ট্রি স্থাপন করা হবে এবং আমাদের তরুণ প্রজন্মের হাতে কাজের সুযোগ দেয়া হবে। ছেলে-মেয়ে উভয়ই স্বস্তি ও নিরাপত্তার সঙ্গে কাজ করতে পারবে। কর্মক্ষেত্রে মামা-খালুর হিসাব-নিকাশ আমাদের কাছে অচল।
ডা. শফিকুর রহমান আরও বলেন, আমরা ইনসাফের ভিত্তিতে যাদের পাওনা, তাদের তা প্রদান করব। কোনো প্রার্থীর ধর্ম দেখে বিচার করা হবে না; মূল বিষয় হবে তার দক্ষতা এবং সেই কাজে তার যোগ্যতা। উপযুক্ত প্রার্থী হলে তাকে সম্মানের সঙ্গে যথাস্থানে দায়িত্ব দেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, শিল্প কারখানা বন্ধ থাকার কারণে লাখ লাখ মানুষ বেকার। সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত অনেক শিল্প কারখানা বন্ধ হয়ে আছে। বিশ্বে দেশগুলো শিল্পের দিকে এগোচ্ছে, অথচ আমরা আমাদের শিল্পকে ধীরে ধীরে ধ্বংস করছি।
জনতার উদ্দেশে তিনি বলেন, আমরা কি আবার সেই দুঃশাসনের যুগ ফিরতে চাই? যদি না চাই, তাহলে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য নতুন লড়াই শুরু করতে হবে। এই লড়াই কোনো এক দল বা পরিবারের জন্য নয়; এটি ১১ কোটি মানুষের মুক্তির লড়াই, যা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সারা বাংলাদেশকে আচ্ছন্ন করবে।
জামায়াত আমির আরও বলেন, সরকার গঠিত হলে দুটি বিষয় আমরা নিশ্চিত করব: মায়েদের মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা এবং জনগণের সম্পদের প্রতি সম্মান বজায় রাখা। কারো ব্যক্তিগত স্বার্থ বা সম্পদের দিকে চোখ থাকবে না; প্রতিটি কাজ হবে জনগণের কল্যাণে।
ই্এইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ম্যারিকোর বিরুদ্ধে ১৮২৩ কোটি টাকার মামলা
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল ২০২৬ ফাইনাল: রাজশাহী বনাম চট্টগ্রাম-খেলাটি সরাসরি দেখুন
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- ইপিএস প্রকাশ করেছে তিন কোম্পানি
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- ইপিএস প্রকাশ করেছে এপেক্স ট্যানারি
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করেছে শাহজীবাজার পাওয়ার
- ইপিএস-ডিভিডেন্ড প্রকাশ করবে ১৮ কোম্পানি
- শেয়ারবাজারে সূচক হ্রাস, বিনিয়োগকারীদের মনোবল অক্ষুণ্ণ
- ইপিএস প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং
- ইপিএস প্রকাশ করবে ৫৮ কোম্পানি
- ৩০০ আসনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করলো ইসি