ঢাকা, বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬, ৮ মাঘ ১৪৩২

অবৈধ অভিবাসনে সৌদির কঠোর অভিযান, গ্রেপ্তার লাখ ছাড়াল

২০২৬ জানুয়ারি ২২ ২১:০৯:৫৪

অবৈধ অভিবাসনে সৌদির কঠোর অভিযান, গ্রেপ্তার লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক: অবৈধ অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সৌদি আরব। দেশটির বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে গত এক বছরে প্রতিদিন গড়ে এক হাজারের বেশি প্রবাসীকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজ। প্রতিবেদনে বলা হয়, আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন ভঙ্গের অভিযোগে বিপুলসংখ্যক বিদেশিকে আটক করা হয়েছে।

সৌদি কর্তৃপক্ষ জানায়, দেশটিতে হজ ও ওমরাহ পালনকারী মুসলিম তীর্থযাত্রী, পর্যটক এবং বিভিন্ন দেশের ব্যবসায়ী ও ভ্রমণকারীদের বৈধ চলাচল অব্যাহত থাকলেও অবৈধ অভিবাসন ঠেকাতে নজরদারি আরও জোরদার করা হয়েছে।

কর্তৃপক্ষের মতে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কিছু দর্শনার্থী অবৈধভাবে কাজ করছেন কিংবা অননুমোদিত সীমান্তপথ ব্যবহার করে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করছেন। এ ধরনের অপব্যবহার ঠেকাতে নিরাপত্তা বাহিনী প্রতি সপ্তাহে দেশজুড়ে মাঠপর্যায়ের অভিযান চালাচ্ছে।

সরকারি পরিসংখ্যান অনুযায়ী, গত বছরে পরিচালিত এসব অভিযানে ৭ লাখ ৮২ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, যা দৈনিক গড়ে ২ হাজার ১০০ জনেরও বেশি।

গ্রেপ্তারদের মধ্যে সবচেয়ে বেশি ছিলেন অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করা ব্যক্তিরা। বিশেষ করে ইয়েমেন সীমান্তসংলগ্ন হওয়ায় ইয়েমেনি নাগরিকদের সংখ্যা তুলনামূলক বেশি বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

এ ছাড়া ইথিওপিয়া ও অন্যান্য দেশের নাগরিকদেরও গ্রেপ্তার করা হয়েছে। অনেককে আবার অনিয়মিত পথে সৌদি আরব ছাড়ার সময় আটক করা হয়।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শুধু গত বছরেই প্রায় ৪ লাখ ৫৩ হাজার ২০০ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যা দৈনিক গড়ে প্রায় ১ হাজার ২৪০ জন।

মন্ত্রণালয় আরও সতর্ক করে বলেছে, অবৈধ প্রবেশে সহায়তা, পরিবহন, আশ্রয় দেওয়া কিংবা যেকোনো ধরনের সহযোগিতা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এসব অপরাধে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড, ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা এবং অপরাধে ব্যবহৃত যানবাহন ও সম্পত্তি বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত