ঢাকা, বুধবার, ২১ জানুয়ারি ২০২৬, ৭ মাঘ ১৪৩২
শিক্ষা উপদেষ্টা
'আমাদের বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে'
নিজস্ব প্রতিবেদক: শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার বলেছেন, শিক্ষা কেবল ব্যক্তিগত সাফল্যের মাধ্যম নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করতে এবং নৈতিক মূল্যবোধ রক্ষায় এর যথাযথ ব্যবহার জরুরি।
বুধবার (২১ জানুয়ারি) রাজধানীর ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) ২৬তম সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা বলেন, “আমাদের একটি মানসম্মত, বিজ্ঞানভিত্তিক ও মানবিক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের অর্জিত শিক্ষা যেন কেবল নিজেদের উন্নতির জন্য না হয়ে সমাজের কল্যাণে এবং সামাজিক দায়বদ্ধতা পালনে ব্যবহৃত হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি আরও উল্লেখ করেন যে, উচ্চশিক্ষা যেমন নতুন সুযোগ তৈরি করে, তেমনি সততা ও নৈতিকতার সঙ্গে দায়িত্ব পালনের বাধ্যবাধকতাও তৈরি করে।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতিচারণ করে অধ্যাপক আবরার বলেন, “একটি অরাজনৈতিক আন্দোলন হিসেবে শুরু হওয়া এই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীরা যে সাহসিকতা দেখিয়েছেন, তা অতুলনীয়। বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভূমিকা নাগরিক অধিকার প্রতিষ্ঠায় অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ব্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করে উপদেষ্টা বলেন, ক্রমবর্ধমান টিউশন ফি অনেক মেধাবী শিক্ষার্থীর জন্য বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে। তাই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে বৃত্তি এবং আর্থিক সহায়তার পরিমাণ আরও বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে শিক্ষা উপদেষ্টা রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের পক্ষে শিক্ষার্থীদের ডিগ্রি প্রদান করেন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রখ্যাত আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহীদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- স্বাভাবিক ঊর্ধ্বগতিতে লেনদেন, ডিএসইতে সূচকের শক্ত অবস্থান
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি