ঢাকা, শুক্রবার, ২ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

২০২৬ জানুয়ারি ০২ ২১:২৫:৫৯

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক: শরিফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে নতুন কর্মসূচিতে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। চলমান আন্দোলনের কৌশল পরিবর্তন করে সংগঠনটি ‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা করেছে, যার মাধ্যমে বিচার আদায়ে চাপ আরও জোরদার করার কথা জানানো হয়।

শুক্রবার সন্ধ্যায় শাহবাগ মোড়ে দেওয়া এক ঘোষণায় ইনকিলাব মঞ্চ অবরোধ কর্মসূচি স্থগিত করে। বাদ জুমা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি শেষে এ ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের।

তিনি জানান, আগামী দুই দিন বাংলাদেশপন্থি সব রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনা করা হবে। এসব আলোচনায় হাদি হত্যার বিচারসহ চার দফা দাবি তুলে ধরা হবে বলে জানান তিনি।

ইনকিলাব মঞ্চ ৭ জানুয়ারির মধ্যে হাদি হত্যার মামলার চার্জশিট দাখিলের সময়সীমা নির্ধারণ করে আলটিমেটাম দিয়েছে। একই সঙ্গে ২২ কর্মদিবসের মধ্যে বিচার প্রক্রিয়া শেষ না হলে সরকার পতনের আন্দোলনে যাওয়ার কঠোর হুঁশিয়ারিও দেন নেতারা।

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। মিছিলটি শাহবাগ মোড়ে পৌঁছে সেখানে অবস্থান কর্মসূচিতে রূপ নেয়।

অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে আবদুল্লাহ আল জাবের রাজনৈতিক দলগুলোর উদ্দেশে বলেন, যেকোনো বৈঠক হতে হবে প্রকাশ্য ও স্বচ্ছ। গোপন কোনো বৈঠক কিংবা বিদেশি শক্তির সঙ্গে সিক্রেট আলোচনার সুযোগ নেই বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বাংলাদেশের চারপাশ থেকে আধিপত্যবাদী চাপ তৈরি করা হচ্ছে। ভারত হোক বা অন্য কোনো শক্তি—বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস করা হবে না। এই লড়াইয়ের শুরু মাত্র হয়েছে বলেও দাবি করেন তিনি।

ওসমান হাদির আত্মত্যাগ স্মরণ করে তিনি বলেন, হাদি এই আন্দোলনের দিশা দেখিয়ে গেছেন। তাঁর দেখানো পথ ধরেই সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে সংগ্রাম এগিয়ে নেওয়া হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ইনকিলাব মঞ্চের নেতারা।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত