ঢাকা, বৃহস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৭ পৌষ ১৪৩২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে প্রথম বর্ষের ক্লাস শুরু

২০২৬ জানুয়ারি ০১ ১৪:০৯:৫২

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধীনে প্রথম বর্ষের ক্লাস শুরু

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ এক বছরের সেশনজট কাটিয়ে অবশেষে সরকারি সাত কলেজের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য শ্রেণি কার্যক্রম শুরু হচ্ছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাত কলেজের সব বিভাগে একযোগে শিক্ষার্থীদের জন্য পরিচিতি সভা বা ওরিয়েন্টেশন আয়োজন করা হয়েছে। এই সভার মাধ্যমে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, সরকারি সাত কলেজের প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (বাস্তবায়ন প্রক্রিয়াধীন) অধীনে ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য এই পরিচিতি সভা আয়োজন করা হয়েছে। সভায় নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীরা নিজ নিজ বিভাগের সঙ্গে পরিচিতি ও শিক্ষামূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ ও প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস জানিয়েছেন, “শুরুর দিকে কিছু ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছিল। তবে বর্তমানে একাডেমিক কার্যক্রম স্বাভাবিকভাবে শুরু হয়েছে। আমরা আশা করি, আর কোনো বড় ধরনের জটিলতা হবে না।”

প্রথম বর্ষের পরীক্ষা নিয়ে তিনি আরও জানান, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষা সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়েছিল। সেই হিসাব অনুযায়ী, বর্তমানে প্রায় আট মাস সময় হাতে আছে, যা একাডেমিক কার্যক্রম সম্পন্ন করতে যথেষ্ট। অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, “নিয়মিত ক্লাস ও একাডেমিক তৎপরতা অব্যাহত থাকলে শিক্ষার্থীদের কোনো একাডেমিক ক্ষতি হবে না। প্রশাসন ও শিক্ষকদের সমন্বিত প্রচেষ্টায় সেশনজট কাটিয়ে স্বাভাবিক শিক্ষাবর্ষে ফিরে আসাই এখন মূল লক্ষ্য।”

উল্লেখ্য, চলতি বছরের ২৬ মার্চ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) সরকারকে রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বা ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ নামে নতুন সরকারি বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ করেছিল। কলেজগুলো হলো ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ এবং সরকারি তিতুমীর কলেজ।

পরবর্তীতে সরকারও এই প্রস্তাব গ্রহণ করে সাত সরকারি কলেজকে একীভূত করে নতুন একটি স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় গঠনের নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে। চূড়ান্তকরণের কাজ বর্তমানে চলছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত