ঢাকা, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

হাদি হ’ত্যা: ইনকিলাবের সঙ্গে এনসিপির একাত্মতা প্রকাশ 

২০২৫ ডিসেম্বর ২৮ ০০:০৫:২১


হাদি হ’ত্যা: ইনকিলাবের সঙ্গে এনসিপির একাত্মতা প্রকাশ 

নিজস্ব প্রতিবেদক: শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে চলমান আন্দোলনে এবার আনুষ্ঠানিক সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই হত্যাকাণ্ডের তদন্ত ও বিচার প্রক্রিয়ায় দীর্ঘ বিলম্ব নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি, এনসিপি জানিয়েছে ন্যায়বিচারের প্রশ্নে তারা ইনকিলাব মঞ্চের পাশে দৃঢ় অবস্থান নিয়ে রাজপথের আন্দোলনেও সক্রিয় ভূমিকা রাখবে।

শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত রাতে দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনার স্বাক্ষরিত এক চিঠিতে এনসিপি ইনকিলাব মঞ্চের সঙ্গে সংহতি ওএকাত্মতা প্রকাশ করে।

চিঠিতে বলা হয়, ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা ও মুখপাত্র শরীফ ওসমান হাদি ন্যায়বিচার ও নাগরিক অধিকারের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন, সাধারণ মানুষের কণ্ঠস্বরকে রাজপথে তুলে ধরার দৃঢ় প্রতীক।

চিঠিতে আরও উল্লেখ করা হয়দুঃখজনকগভীরউদ্বেগেরসঙ্গেআমরালক্ষ্যকরছিযে,তারনির্মমহত্যাকাণ্ডেরদীর্ঘসময়পারহয়েগেলেওআজপর্যন্তমূলআসামিদেরগ্রেপ্তারকরাসম্ভবহয়নি।তদন্তবিচারপ্রক্রিয়ায়এইঅগ্রহণযোগ্যবিলম্বশুধুতারপরিবারনয়সমগ্রজাতিরন্যায়বিচারেরপ্রত্যাশাকেআঘাতকরছে।

এতে আরও বলা হয়,একটিস্বাধীনদেশেপ্রকাশ্যসহিংসহত্যাকাণ্ডেরপরওঅপরাধীদেরধরতেব্যর্থতাএবংবিচারপ্রক্রিয়ায়দীর্ঘসূত্রিতাবিচারহীনতারসংস্কৃতিকেইআরওগভীরকরছে,যারফলেজনগণেরমধ্যেক্ষোভঅনাস্থাবাড়ছে,যারাষ্ট্রআইনেরশাসনেরজন্যগুরুতরহুমকি।

চিঠিতে বলা হয়, শাহবাগের আন্দোলন যা হাদি নিজেই প্রতিষ্ঠা করেছিলেন, সেই ইনকিলাব মঞ্চের ব্যানারে গড়ে উঠেছে, এটি ন্যায়বিচারপ্রত্যাশী জনগণের স্বতঃস্ফূর্ত ও যৌক্তিক প্রতিবাদ। এরই ধারাবাহিকতায় ওই আন্দোলনে উপস্থিত ছিলেনজাতীয় নাগরিক পার্টি’র মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হকসহ আরও অনেকে।

এনসিপি চিঠিতে স্পষ্টভাবে ঘোষণা করেশহীদশরীফওসমানহাদিহত্যারবিচারবিলম্বকোনোভাবেইগ্রহণযোগ্যনয়।অবিলম্বেতদন্তবিচারপ্রক্রিয়াজোরদারকরেপ্রকৃতঅপরাধীদেরগ্রেপ্তারদৃষ্টান্তমূলকশাস্তিনিশ্চিতকরতেহবে।

এতে আরও বলা হয়,এইবিচারশুধুএকজনব্যক্তিরহত্যারবিচারনয়এটিন্যায়বিচার,গণতন্ত্ররাষ্ট্রেরনৈতিকদায়বদ্ধতারপরীক্ষা।এছাড়া সতর্কবার্তাও দেওয়া হয়এইপরীক্ষায়ব্যর্থহলেভবিষ্যতেঅন্যায়েরবিরুদ্ধেকথাবলারসাহসআরওসংকুচিতহবে।

বিচার দাবির আন্দোলনকে রাষ্ট্রের নৈতিকতা ও আইনের শাসনের প্রতি জনগণের আস্থার লিটমাস টেস্ট হিসেবে আখ্যা দিয়ে এনসিপি চিঠির শেষাংশে জানায় এই সংগ্রাম থেমে যাওয়ার নয়। তারা প্রতিশ্রুতি দেয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত তাদের সমর্থন ও রাজপথের উপস্থিতি অব্যাহত থাকবে। একই সঙ্গে সরকারের প্রতি জোরালো বার্তা বিচার ত্বরান্বিত করে প্রমাণ করতে হবে যে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো মানুষ এ দেশে বিচারহীনতার শিকার হয় না।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত