ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

সংবর্ধনায় ক্ষতিগ্রস্ত গাছের ক্ষতি পূরণের উদ্যোগ

তারেক রহমানের সংবর্ধনাস্থলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

২০২৫ ডিসেম্বর ২৭ ১৮:৫৭:৩১

তারেক রহমানের সংবর্ধনাস্থলে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ৩০০ ফুট এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে জনসমাগমের চাপে ক্ষতিগ্রস্ত গাছপালার ক্ষতি পুষিয়ে নিতে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

শনিবার (২৭ ডিসেম্বর) সকালে ‘৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে’ খ্যাত এই মহাসড়কে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

উদ্বোধনকালে আমিনুল হক নিজ হাতে একাধিক চারা রোপণ করেন। তিনি বলেন, "তারেক রহমানের ঐতিহাসিক সংবর্ধনায় লক্ষ লক্ষ মানুষের উপস্থিতির কারণে সড়কের পাশের কিছু গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই ক্ষতি কাটিয়ে উঠতে দলীয় সিদ্ধান্তে আমরা প্রাথমিকভাবে ৩০০টি চারা রোপণ করছি। প্রয়োজন হলে আরও গাছ লাগানো হবে এবং এই কর্মসূচি দিনভর চলবে।"

তিনি আরও জানান, পরিবেশ রক্ষা ও সৌন্দর্য বর্ধন বিএনপির সামাজিক দায়িত্বের অংশ। কেবল বৃক্ষরোপণই নয়, সংবর্ধনা উপলক্ষে লাগানো সকল ব্যানার ও ফেস্টুন পর্যায়ক্রমে অপসারণ করে এলাকাটি পরিচ্ছন্ন করার কাজও শুরু হয়েছে। এর আগে শুক্রবার সকাল থেকেই আমিনুল হকের নেতৃত্বে ওই এলাকায় বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

ত্রয়োদশ জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিএনপি ঐক্যবদ্ধ। একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠাই এখন দলের মূল লক্ষ্য।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত