ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ

২০২৫ ডিসেম্বর ২৭ ১৪:২৬:২২

বিএনপিতে যোগ দিলেন গণঅধিকার পরিষদের রাশেদ

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক থেকে পদত্যাগ করা মুহাম্মদ রাশেদ খাঁন বিএনপিতে যোগদান করেছেন। আজ শনিবার (২৭ ডিসেম্বর) দলটির কেন্দ্রীয় কার্যালয়ে তিনি বিএনপি মহাসচিব মিরজা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। এসময় উপস্থিত ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

গণঅধিকার পার্টি জানায়, রাশেদ খাঁন ঝিনাইদহ-৪ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করতে গিয়ে দল থেকে পদত্যাগ করেন। বিষয়টিকে নির্বাচনী কৌশল হিসেবে প্রচার করলে পার্টির একটি পক্ষ রাশেদকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কার করে। শুক্রবার পার্টির দপ্তর সম্পাদক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই বহিষ্কারাদেশ জানানো হয়।

এর আগে গণঅধিকার পার্টির সাধারণ সম্পাদক হিসেবে পদত্যাগপত্র দেন রাশেদ। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, “আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন ও রাজনীতিতে আপনার সঙ্গে রাজপথের সহযোদ্ধা হিসেবে কাজ করেছি। এই পথচলায় আমার আচরণ বা বক্তব্যে যদি কোনো কষ্ট হয়ে থাকে, আমি সকলের নিকট ক্ষমা প্রার্থনা করছি।”

রাশেদ আরও লিখেছেন, “দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি কৃতজ্ঞ। যেখানেই থাকি, আমাদের সম্পর্ক মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট থাকবে। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে পদ থেকে পদত্যাগ করছি এবং দলের জন্য শুভকামনা জানাচ্ছি।”

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত