ঢাকা, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩ পৌষ ১৪৩২
তারেক রহমানের আজকের কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ শনিবার (২৭ ডিসেম্বর) জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম অগ্রসৈনিক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদির কবরে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন। দেশে ফেরার পর এটি তার গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলোর একটি।
দলীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে শহীদ হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের কার্যক্রমে অংশ নেবেন। এরপর তিনি জুলাই গণঅভ্যুত্থানে আহতদের খোঁজখবর নিতে রাজধানীর শ্যামলীতে অবস্থিত পঙ্গু হাসপাতালে যাবেন।
বিএনপি মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে শনিবার সকালে দেওয়া এক পোস্টে তারেক রহমানের এই দিনের কর্মসূচির বিস্তারিত তথ্য জানানো হয়।
উল্লেখ্য, প্রায় ১৭ বছর পর গত বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে দেশে ফেরেন তারেক রহমান। তাকে ঘিরে রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় বিশাল গণসংবর্ধনার আয়োজন করা হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসে করে তিনি ওই সংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাত্রা করেন এবং বিকেল ৩টা ৫০ মিনিটে সেখানে পৌঁছান।
এর আগে, তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজটি সকাল ৯টা ৫৭ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যাত্রাবিরতি শেষে বেলা ১১টা ৪০ মিনিটের দিকে বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে দলের জ্যেষ্ঠ নেতারা তাকে স্বাগত জানান। এ সময় তিনি তাদের সঙ্গে কোলাকুলি ও কুশল বিনিময় করেন এবং উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।
দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্শ করেন। দলীয় সূত্র জানায়, এটি পূর্বপরিকল্পিত ছিল না। হঠাৎ সামনে থাকা ফুলের বাগানে ঢুকে তিনি জুতা খুলে ঘাসের ওপর দাঁড়িয়ে মাটি হাতে তুলে নেন এবং আবেগঘন মুহূর্তে কিছুক্ষণ তা নাড়াচাড়া করেন।
পরে দুপুর ১২টা ৩৫ মিনিটে তিনি বাসে ওঠেন এবং দলের শীর্ষ নেতাদের সঙ্গে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বিপিএল ২০২৬: সিলেট বনাম রাজশাহী-খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- নোয়াখালী বনাম চট্টগ্রাম: জমজমাট ম্যাচটি শেষ-জেনে নিন ফলাফল
- আজ সিলেট বনাম রাজশাহীর ম্যাচ: সরাসরি দেখার উপায়-সময়সূচি
- ঢাবির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা কবে? জানানো হলো নতুন তারিখ
- জায়ান্টস বনাম এমিরেটস: বোলিংয়ে সাকিব-দেখুন সরাসরি (LIVE)
- আবু ধাবি নাইট রাইডার্স বনাম শারজাহ ওয়ারিয়র্জ: বোলিংয়ে তাসকিন-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্স: জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল
- কিছুক্ষণ পর চট্টগ্রাম বনাম নোয়াখালীর ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- ২০২৬ বিপিএল: কবে, কখন, কোথায়-জানুন পূর্ণাঙ্গ সময়সূচি
- ভারত-পাকিস্তানের জমজমাট ফাইনাল ম্যাচটি শেষ-দেখে নিন ফলাফল
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ ডিসেম্বর)
- এবার প্রকাশ্যে এনসিপি নেতা মোতালেব গুলিবিদ্ধ
- শারজাহ ওয়ারিয়র্স বনাম দুবাই ক্যাপিটালস: ব্যাটিংয়ে মুস্তাফিজরা-সরাসরি দেখুন
- প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষায় থাকছে বুয়েটের প্রযুক্তি