ঢাকা, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান 

২০২৫ ডিসেম্বর ২৫ ১৩:৩৮:৩৩


দেড় যুগ পর দেশের মাটিতে পা রাখলেন তারেক রহমান 

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের নির্বাসন, অনিশ্চয়তা ও দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দেশে ফিরে আসলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সঙ্গে সঙ্গে প্রতিটি মুহূর্তে অনুভূতির ঢেউয়ে আবদ্ধ হন তিনি। বিমানবন্দর থেকে বের হয়ে প্রথমে খালি পায়ে মাতৃভূমির মাটিতে পা রাখেন এবং পরে হাতে তুলে নেন এক মুঠো মাটি প্রিয় স্বদেশের স্পর্শে আবেগে আপ্লুত হন তারেক রহমান।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার পর বিমানবন্দর থেকে বের হয়ে তিনি প্রথমে জুতা খুলেন এবং হাতে নেন এক মুঠো মাটি।

এর আগে বিমানবন্দরে পৌঁছানোর পর তারেক রহমান প্রথমে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ সিনিয়র নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তিনি কুশল বিনিময় করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুর সঙ্গে। এ সময় তার মেয়ের জামাইকে গোপাল ফুলের মালা দিয়ে বরণ করেন সৈয়দা ইকবাল মান্দ বানু।

বিমানবন্দর ত্যাগের পর তিনি লাল ও সবুজ রঙের বিশেষ বুলেটপ্রুফ বাসে করে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট রোড) অতিক্রম করে এভারকেয়ার হাসপাতালে যাবেন।

বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান বহু মানুষ, বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকরা। রাস্তার দু’পাশে অবস্থান নিয়ে তারা হাতে প্ল্যাকার্ড, ব্যানার এবং জাতীয় পতাকা ধরে অভিবাদন জানিয়েছেন।

দেশে প্রত্যাবর্তনের এই মুহূর্তে তারেক রহমানকে ঘিরে উন্মত্ত উচ্ছ্বাসের ছাপ ফুটেছে সমর্থক ও দলের নেতাকর্মীদের মধ্যে। উৎসাহ ও স্বাগত জানাতে জড়ো হওয়া মানুষের উপস্থিতি বিএনপির রাজনৈতিক শক্তি ও জনসঙ্গমের প্রমাণ স্বরূপ।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত