ঢাকা, বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ড. রেদোয়ান

২০২৫ ডিসেম্বর ২৪ ১৪:০০:৫৩

এলডিপি ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ড. রেদোয়ান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে বিএনপিতে নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন কর্নেল (অব.) অলি আহমেদের দল, লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ড. রেদোয়ান আহমেদ।

বুধবার (২৪ ডিসেম্বর) গুলশান কার্যালয়ে তিনি আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদানের ঘোষণা দেন। পাশাপাশি কুমিল্লা-৭ আসন থেকে সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছাও প্রকাশ করেন।

এর আগে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির (একাংশ) চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম এবং জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা তাদের নিজ নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছিলেন।

এই পদক্ষেপকে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির শক্তি বৃদ্ধি এবং নির্বাচনী মাঠে শক্ত অবস্থান গড়ে তোলার অংশ হিসেবে দেখা হচ্ছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ