ঢাকা, মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৯ পৌষ ১৪৩২

তারেক রহমানকে বরণে ঢাকার পথে সারা দেশ, লাখো নেতাকর্মীর স্রোত

২০২৫ ডিসেম্বর ২৩ ১৩:২৭:১১

তারেক রহমানকে বরণে ঢাকার পথে সারা দেশ, লাখো নেতাকর্মীর স্রোত

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৮ বছরের প্রবাস জীবনের অবসান ঘটিয়ে আগামী ২৫ ডিসেম্বর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর এই ঐতিহাসিক প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে অভূতপূর্ব উদ্দীপনা তৈরি হয়েছে। প্রিয় নেতাকে বরণ করে নিতে রাজশাহী, পিরোজপুর, সাতক্ষীরা এবং ঠাকুরগাঁওসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হতে শুরু করেছেন।

রাজশাহী: রাজশাহী মহানগর ও জেলা থেকে প্রায় ৩৫ থেকে ৩৭ হাজার নেতাকর্মী ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিয়েছেন। মহানগর বিএনপি ৭০টি বাস ও মাইক্রোবাসের বহর ঠিক করেছে। পশ্চিমাঞ্চল রেলওয়ে সরাসরি রাজশাহী থেকে স্পেশাল ট্রেন না দিলেও নিয়মিত ট্রেনগুলোতে অতিরিক্ত কোচ সংযোজন করেছে। এছাড়া পার্শ্ববর্তী জেলাগুলো থেকে ৪টি স্পেশাল ট্রেন ঢাকার পথে চলবে।

পিরোজপুর: পিরোজপুর থেকে প্রায় ৩০ হাজার নেতাকর্মী ও সমর্থককে ঢাকা নেওয়ার বিশাল আয়োজন করা হয়েছে। ২৪ ডিসেম্বর সন্ধ্যায় হুলারহাট নদীবন্দর থেকে ৬টি বিশালাকার লঞ্চ ছেড়ে যাবে, যেখানে নেতাকর্মীদের জন্য খাওয়ার ব্যবস্থাও থাকছে। এছাড়া জেলা থেকে শতাধিক বাস ২৫ ডিসেম্বর ভোরে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবে।

সাতক্ষীরা: উপকূলীয় জেলা সাতক্ষীরা থেকে ১২ হাজার নেতাকর্মী ঢাকায় উপস্থিত হওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন। পরিবহন সংকট মোকাবিলায় নেতাকর্মীরা ব্যক্তিগত উদ্যোগে আগেই রওনা হতে শুরু করেছেন। জেলার প্রতিটি আসন থেকে ২০-৩০টি করে মোট ১০০টির বেশি যানবাহনের বহর ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

ঠাকুরগাঁও: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁওয়ে তারেক রহমানের আগমনকে ঘিরে আবেগঘন পরিবেশ বিরাজ করছে। জেলা থেকে হাজার হাজার নেতাকর্মী ১০০টির বেশি মিনিবাস, কোচ ও মাইক্রোবাসে করে রওনা দিচ্ছেন। এছাড়া একটি বিশেষ ট্রেনও ভাড়া করা হয়েছে। ১৭ বছর পর নেতাকে সামনে থেকে দেখার অপেক্ষায় স্থানীয় নারী ও তরুণ নেতাকর্মীরাও উচ্ছ্বসিত।

সামগ্রিকভাবে, প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে যাতায়াত ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ সমন্বয় টিম গঠন করা হয়েছে। নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে এবং আইনসম্মত উপায়ে কর্মসূচিতে অংশ নিতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের পক্ষ থেকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

রাজনীতি এর অন্যান্য সংবাদ