ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
ইসির কাছে নিরাপত্তা চাইলেন এবি পার্টির ফুয়াদ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। একই সঙ্গে কিশোরগঞ্জ-৪ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমাও নিরাপত্তা চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) দ্বারস্থ হয়েছেন।
ইসি সূত্র জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) আসাদুজ্জামান ফুয়াদ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে লিখিতভাবে ইসির কাছে আবেদন করেন। এরপর তিনি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এবং জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেন। কাজী রেহা কবির সিগমাও প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ ও আনোয়ারুল ইসলাম সরকারের সঙ্গে সাক্ষাৎ করে লিখিত আবেদন জমা দেন।
সিইসিকে দেওয়া লিখিত আবেদনে কাজী রেহা কবির সিগমা উল্লেখ করেন, আসন্ন নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সকলের জন্য নিরাপদ করার জন্য নির্বাচন কমিশন ও প্রশাসনের অঙ্গীকার রয়েছে। তবে ইতিমধ্যেই নির্বাচনী প্রক্রিয়ায় বাধা ও প্রশ্নবিদ্ধ কার্যক্রম শুরু হয়েছে। তিনি ইসিকে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দায়ীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার অনুরোধ জানান।
কবির সিগমা আরও জানান, কিশোরগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে গণসংযোগ শুরু করার পর তার কর্মী ও সমর্থকদের ওপর ত্রাস সৃষ্টি করা হচ্ছে। বিশেষ করে অষ্টগ্রাম থানার পুলিশ তার কর্মীদের ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী কার্যক্রম ব্যাহত করছে। তিনি উল্লেখ করেন, তার একজন কর্মী মো. কিয়ামত আলীকে ২০২৪ সালের ৯ নভেম্বর করা একটি ভুয়া মামলায় আসামি দেখানো হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা।
এ প্রসঙ্গে রেহা কবির সিগমা গণমাধ্যমকে বলেন, “আমার কর্মী ও আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছ থেকে সহায়তা চেয়েছি।”
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, “ব্যারিস্টার ফুয়াদ অভিযোগ করেছেন পুলিশ প্রয়োজনীয় সহযোগিতা করছে না। আমরা সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করছি।”
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে ও সময়সূচিতে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোটও হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ
- বাংলাদেশ বনাম আফগানিস্তান: শ্বাসরুদ্ধকর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- আগামীকাল IPL নিলাম ২০২৬ : যেভাবে দেখবেন সরাসরি (LIVE)