ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলো ইসরাইল

২০২৫ ডিসেম্বর ১৮ ১৩:৪১:১৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি দিলো ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ডেভিড বার্নিয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি জানিয়েছেন, ইরান যেন তার পারমাণবিক কার্যক্রম পুনরায় চালু করতে না পারে, তা নিশ্চিত করা ইসরাইলের দায়িত্ব।

বার্নিয়ে এই হুঁশিয়ারি দিয়েছেন ১২ দিনের যুদ্ধে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার ছয় মাস পর। খবর টাইমস অব ইসরাইলের।

জেরুজালেমে মোসাদের সদস্যদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে বার্নিয়ে বলেন, ‘ইসরাইল ধ্বংসে শপথ করা একটি দেশ হিসেবে, ইরান এমন মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে, যার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই সামরিক পারমাণবিক অস্ত্র তৈরির লক্ষ্য ছাড়া। সুযোগ পেলেই তারা সেই পথে দ্রুত এগোবে।’

তিনি আরও বলেন, ‘পারমাণবিক প্রকল্পটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতায় আমাদের লক্ষ্য হলো এই প্রকল্প আর কখনো সক্রিয় না হয় তা নিশ্চিত করা।’

এ সময় বার্নিয়ে ইসরাইলের আকস্মিক সামরিক অভিযানের প্রশংসা করেন। তার মতে, এই অভিযান ইরানের মধ্যে ইসরাইলি গোয়েন্দাদের বিস্তৃত অনুপ্রবেশ এবং তথ্য সংগ্রহের সক্ষমতা প্রমাণ করেছে।

তিনি বলেন, ইরান সম্পূর্ণ উন্মুক্ত ও অনুপ্রবেশযোগ্য নয় তা আয়াতুল্লাহরা বুঝতে পেরেছে। তবু তারা ইসরাইল ধ্বংসের লক্ষ্য থেকে সরে যায়নি।

ইরানের সঙ্গে কূটনৈতিক সমাধান নিয়ে সন্দেহ প্রকাশ করে বার্নিয়ে বলেন, ‘ইরান আবারও বিশ্বকে বিভ্রান্ত করে একটি খারাপ পারমাণবিক চুক্তি বাস্তবায়ন করতে চায়। আমরা তা হতে দেব না।’

পশ্চিমা দেশগুলো দীর্ঘদিন ধরে ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র তৈরির অভিযোগ তুলছে। ইরান তা অস্বীকার করেছে, তবে শান্তিপূর্ণ ব্যবহারের বাইরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ, আন্তর্জাতিক পরিদর্শকদের বাধা দেওয়া এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্প্রসারণ করেছে। যুদ্ধে শুরুর সময় ইসরাইল বলেছে, ইরান অস্ত্রায়নের দিকে বাস্তব পদক্ষেপ নিয়েছিল।

ইরানের দাবি অনুযায়ী, গত জুন মাসের যুদ্ধে ইসরাইলি হামলায় এক হাজারের বেশি ইরানি নাগরিক নিহত হন। জবাবে ইরান ইসরাইলের দিকে ৫০০টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং প্রায় ১ হাজার ১০০টি ড্রোন ছোড়ে। ইসরাইলি স্বাস্থ্য কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এতে ৩২ জন নিহত এবং তিন হাজারের বেশি মানুষ আহত হন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত