ঢাকা, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫, ৪ পৌষ ১৪৩২
কেন জন্মের পর শিশুরা কাঁদে?
ডুয়া ডেস্ক: নবজাতকের কান্না জন্মের সঙ্গে সঙ্গে শুরু হয়। জন্ম নেওয়া মাত্রই শিশু হাসতে পারবে না, কিন্তু কাঁদা তার স্বাভাবিক ও প্রয়োজনীয় প্রতিক্রিয়া। ছোট্ট শিশুর কান্না শুনলেই পরিবারের সদস্যরা স্বাভাবিকভাবেই উদ্বিগ্ন হয়ে ওঠেন। তবে এই কান্নার পেছনে রয়েছে একাধিক বৈজ্ঞানিক কারণ।
মাতৃগর্ভ থেকে বাইরে এসে শিশুর শরীর ও মস্তিষ্ক হঠাৎ নতুন পরিবেশের সঙ্গে পরিচিত হয়। আলো, বাতাস, শব্দ ও তাপমাত্রার পরিবর্তন তার শরীরে নানা রকম প্রতিক্রিয়া সৃষ্টি করে। এই পরিবর্তনগুলোর প্রথম প্রকাশই কেবল একটি মাধ্যম দিয়ে হয় কান্না। চিকিৎসকরা মনে করেন, জন্মের পর যদি শিশু কেঁদে না ওঠে, তা বিপদসংকেত হতে পারে।
জন্মের পর কান্না: শ্বাসপ্রশ্বাসের সূচনাশিশুর প্রথম কান্না মূলত তার শ্বাস নেওয়ার সূচনা। মাতৃগর্ভে ফুসফুসে থাকা ‘অ্যামনিয়োটিক ফ্লুইড’ শিশুর অঙ্গ ও পেশির বিকাশে সাহায্য করে, পাশাপাশি পুষ্টি সরবরাহ ও শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। জন্মের পর শিশুর ফুসফুস এই তরল থেকে মুক্ত হয় এবং বাইরের অক্সিজেন প্রবেশের সঙ্গে সঙ্গে শিশুর প্রথম শ্বাস ও কান্নার সূচনা হয়।
কান্নার মাধ্যমে শিশুর রক্ত সঞ্চালন, হৃৎস্পন্দন ও পাচনতন্ত্র সক্রিয় হয়। এটি শিশুকে প্রথমবার মাতৃদুগ্ধ পান করার জন্য প্রস্তুত করে।
মস্তিষ্কের বিকাশ ও আবেগের প্রকাশশিশুর কান্না এবং পরবর্তীতে হাসি মস্তিষ্কের নির্দিষ্ট অংশ দ্বারা নিয়ন্ত্রিত হয়। জন্মের পর কান্নার প্রকাশ ব্রেনস্টেম ও অ্যামিগডালায় ঘটে। হাসি ও অন্যান্য সামাজিক প্রতিক্রিয়া মস্তিষ্কের সেরিব্রাল কর্টেক্স অংশের বিকাশের সঙ্গে যুক্ত। সাধারণত, জন্মের ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে শিশু প্রথম হাসতে শুরু করে।
শিশুর হাসিও দুটি ধরনের হতে পারে:
রিফ্লেক্স স্মাইল: ঘুমের মধ্যে পেশির সংকোচন ও প্রসারণের কারণে।
সোশ্যাল স্মাইল: মানুষ চিনতে পারার সঙ্গে সঙ্গে বাহ্যিক উদ্দীপনায় উদ্ভূত হাসি।
জন্মের পর কাঁদা না থাকলে বিপদযদি শিশু জন্মের পর কাঁদে না, তা ‘পেরিনাটাল অ্যাসফিক্সিয়া’-র লক্ষণ হতে পারে। এতে শিশুর মস্তিষ্ক ও ফুসফুসে অক্সিজেন পৌঁছায় না, ফলে শ্বাসকষ্ট ও অন্যান্য জটিলতা দেখা দেয়। দীর্ঘমেয়াদে হাইপক্সিক-ইস্কেমিক এনসেফেলোপ্যাথি, সেরিব্রাল পলসি, মৃগী, অন্ধত্ব, বধিরতা বা কথা বলার সমস্যা তৈরি হতে পারে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- যে কারণে বাতিল হলো আজকের ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ
- মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত, এক ক্লিকেই জানুন ফলাফল
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: চলছে টি-২০ ম্যাচ-সরাসরি দেখুন এখানে (LIVE)
- কিছুক্ষণের মধ্যেই মেডিকেল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- অনলাইনে যেভাবে দেখবেন ২০২৫-২৬ মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল
- লাতিন বাংলা সুপার কাপ: আর্জেন্টিনা বনাম ব্রাজিলের খেলা নিয়ে যে সিদ্ধান্ত এলো
- কিছুক্ষণ পর ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-২০ ম্যাচ: সরাসরি দেখবেন যেভাবে
- IPL মিনি নিলাম ২০২৬: কবে, কখন, জানুন বাজেট-বিস্তারিত
- আজ দুপুরে মেডিকেল-ডেন্টাল ভর্তির ফল প্রকাশ, জানবেন যেভাবে
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: কখন,কোথায়-যেভাবে দেখবেন টি-২০ ম্যাচটি
- আজ IPL নিলাম: জানুন সময়সূচি-সরাসরি দেখার উপায় (LIVE)
- IPL নিলাম ২০২৬: সরাসরি দেখুন এখানে (LIVE)
- মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা শান্ত, জেনে নিন কাট মার্ক
- IPL নিলাম ২০২৬: ৯.২ কোটিতে দল পেল মুস্তাফিজ-জানুন তাসকিনের অবস্থান
- চলছে IPL নিলাম ২০২৬: যে দামে বিক্রি হলেন মুস্তাফিজ