ঢাকা, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২

হাদির ওপর হা'মলা: শনিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

২০২৫ ডিসেম্বর ১২ ২০:১০:০৮

হাদির ওপর হা'মলা: শনিবার সারা দেশে বিএনপির বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক:ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িত সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শনিবার (১৩ ডিসেম্বর) ঢাকাসহ সারা দেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে দলটি।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ‘রাষ্ট্র গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে এবং গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদিকে গুলি করার ঘটনা সুদূরপ্রসারী অশুভ পরিকল্পনার অংশ। নিঃসন্দেহে এটি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরিবেশ বানচাল করার জন্য একটি কুচক্রí মহলের নীলনকশা।’

বিএনপির বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে অর্জিত গণতন্ত্রের বিজয়যাত্রাকে বাধাগ্রস্ত করতেই দেশকে নৈরাজ্যের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। একটি চক্র ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত হয়ে সমাজে ভয় ও আতঙ্ক ছড়াচ্ছে।

কর্মসূচি ঘোষণা করে রিজভী জানান, শনিবার ঢাকাসহ সারা দেশে বিএনপিসহ সব অঙ্গ ও সহযোগী সংগঠন এই বিক্ষোভ পালন করবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘গণতন্ত্র ও ভোটের অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ওত পেতে থাকা সন্ত্রাসীরা দেশের অস্তিত্ব বিপন্ন করে তুলবে।’

বিএনপি অবিলম্বে হাদির ওপর হামলাকারী দুষ্কৃতকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এবং গুরুতর আহত হাদির আশু সুস্থতা কামনা করেছে।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক:দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি... বিস্তারিত