ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে ৭ কলেজ শিক্ষার্থীদের
নিজস্ব প্রতিবেদক: সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তারা জানিয়েছেন, আলোচনার মাধ্যমে পরবর্তী কর্মসূচি নির্ধারণের চেষ্টা হবে, তবে দাবি পূরণ না হলে আন্দোলন বন্ধ হবে না।
সোমবার সরেজমিনে দেখা গেছে, প্রায় দেড় থেকে দুইশ শিক্ষার্থী শিক্ষা ভবনের পেছনের অংশে অবস্থান নিয়ে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে কর্মসূচি পালন করছেন। তারা বিভিন্ন স্লোগান উচ্চারণ করে তাদের দাবি তুলে ধরছেন।
অবস্থানরত শিক্ষার্থীরা জানিয়েছেন, আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি ঠিক করা হবে। তবে তাদের হুঁশিয়ারি, দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষার্থী বলেন, “আমরা অবস্থান অব্যাহত রাখছি। রাতেও এখানে ছিলেন আমরা। সরকারের কোনো সিদ্ধান্ত না মেলে আন্দোলন চলবে। উপরের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত আমরা সরব না।”
আসাদুজ্জামান নামের আরেক শিক্ষার্থী বলেন, “অধ্যাদেশ না দিলে আমরা রাজপথ ছাড়ব না। আমাদের দাবি যৌক্তিক, তাই তা মানতেই হবে।”
দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা জানিয়েছেন, রাতে শিক্ষার্থীরা শিক্ষা ভবনের সামনে ও আবদুল গণি সড়কে অবস্থান করেছেন। সকাল ১০টায় সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে শিক্ষা ভবনের পেছনের অংশে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়।
রোববার সকালের দিকে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাস থেকে শিক্ষা ভবন মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুরে তারা শিক্ষা ভবনের সামনের সড়কের মোড়ে অবস্থান নেন এবং বিকেলে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এতে হাইকোর্ট মোড় থেকে প্রেস ক্লাব, গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয় অভিমুখী যান চলাচল ব্যাহত হয়।
পরে এক সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা জানান, সাত কলেজকে কেন্দ্র করে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত অধ্যাদেশ ঘোষণা না হওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি