ঢাকা, শুক্রবার, ২৩ জানুয়ারি ২০২৬, ৯ মাঘ ১৪৩২
মধ্যরাতেও শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন রাত গভীর হলেও থামছে না। সোমবার মধ্যরাত পেরোলেও শত শত শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছে। তাদের সাফ ঘোষণা অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই, সরে যাওয়ার প্রশ্নই নেই।
সকাল থেকে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে পদযাত্রা করে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। দুপুর ১টার দিকে শুরু হয় অবস্থান কর্মসূচি, পরে বিকাল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর তারা হাইকোর্ট মোড়ের অবরোধ তুলে নিলেও শিক্ষা ভবনের সামনের সড়ক অবরুদ্ধ রাখেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, গত ১৫ মাস ধরে ধারাবাহিক আন্দোলনে শিক্ষার্থীরা ক্লান্ত। ৩ অক্টোবর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রায় যোগ দেন এবং পরে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এখনো তাদের আন্দোলন চলছে।
তিনি জানান, জনদুর্ভোগ বিবেচনায় হাইকোর্ট মোড় ছেড়ে দেওয়া হয়েছে, তবে অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তারা সারারাত শিক্ষা ভবনের সামনে থাকবেন। সকালে আরও শিক্ষার্থী যোগ দেবেন। পরীক্ষার মধ্যেও শিক্ষার্থীরা যেন অংশ নিতে পারেন, সে বিবেচনায় কর্মসূচি সাজানো হয়েছে বলেও জানান তিনি।
আরেক বক্তব্যে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনও নিয়মিত ক্লাসে ফিরতে পারেননি। রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া এই সমস্যার সমাধান নেই বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
দিনভর আন্দোলন, সড়ক অবরোধ, এবং রাতভর অবস্থান সব মিলিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে এক কঠোর অবস্থান নিয়েছে। তারা বলছে, অধ্যাদেশের মাধ্যমে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীই ঘরে ফিরবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- চলছে রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- বিপিএল কোয়ালিফায়ার ১: চট্টগ্রাম বনাম রাজশাহী-দেখুন সরাসরি (LIVE)
- রাজশাহী বনাম চট্টগ্রাম: ৯০ রানে নেই ৭ উইকেট-দেখুন সরাসরি (LIVE)
- ঢাবিতে পার্সিয়ান ডিবেটিং ক্লাবের উদ্যোগে ‘ফিউশন ফেস্ট’ অনুষ্ঠিত
- প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, তালিকা দেখুন এখানে
- রাজশাহী বনাম সিলেটের জমজমাট ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্স: জমজমাট খেলাটি চলছে-দেখুন সরাসরি
- শেয়ারবাজার আধুনিকীকরণে বিএসইসির গুরুত্বপূর্ণ পদক্ষেপ
- অনিশ্চয়তা কাটিয়ে ঘুরে দাঁড়াচ্ছেশেয়ারবাজার
- রংপুর রাইডার্স বনাম সিলেট টাইটান্সের জমজমাট খেলাটি শেষ-দেখুন ফলাফল
- ঢাবি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, যেভাবে দেখবেন
- চরম নাটকীয়তা চট্টগ্রাম বনাম রাজশাহীর খেলা শেষ-দেখুন ফলাফল
- সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঢাবি অ্যালামনাইয়ের শীতবস্ত্র বিতরণ
- ইপিএস প্রকাশ করবে ১৮ কোম্পানি
- রংপুর রাইডার্স বনাম ঢাকা ক্যাপিটালসের জমজমাট খেলাটি শেষ-জানুন ফলাফল