ঢাকা, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২
মধ্যরাতেও শিক্ষা ভবনের সামনে সাত কলেজ শিক্ষার্থীরা
নিজস্ব প্রতিবেদক: ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে সাত কলেজের শিক্ষার্থীদের আন্দোলন রাত গভীর হলেও থামছে না। সোমবার মধ্যরাত পেরোলেও শত শত শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে অবস্থান চালিয়ে যাচ্ছে। তাদের সাফ ঘোষণা অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন চলবেই, সরে যাওয়ার প্রশ্নই নেই।
সকাল থেকে সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা নিজ নিজ ক্যাম্পাস থেকে পদযাত্রা করে শিক্ষা ভবনের সামনে জড়ো হন। দুপুর ১টার দিকে শুরু হয় অবস্থান কর্মসূচি, পরে বিকাল সাড়ে ৩টার দিকে তারা হাইকোর্ট মোড় অবরোধ করেন।
সন্ধ্যায় সংবাদ সম্মেলনের পর তারা হাইকোর্ট মোড়ের অবরোধ তুলে নিলেও শিক্ষা ভবনের সামনের সড়ক অবরুদ্ধ রাখেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার আগ পর্যন্ত অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
আন্দোলনের শিক্ষার্থী প্রতিনিধি নাইম হাওলাদার বলেন, গত ১৫ মাস ধরে ধারাবাহিক আন্দোলনে শিক্ষার্থীরা ক্লান্ত। ৩ অক্টোবর এক দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করা হয়। আজ সকাল থেকেই সাত কলেজের শিক্ষার্থীরা পদযাত্রায় যোগ দেন এবং পরে হাইকোর্ট মোড় অবরোধ করেন। এখনো তাদের আন্দোলন চলছে।
তিনি জানান, জনদুর্ভোগ বিবেচনায় হাইকোর্ট মোড় ছেড়ে দেওয়া হয়েছে, তবে অধ্যাদেশ না পাওয়া পর্যন্ত তারা সারারাত শিক্ষা ভবনের সামনে থাকবেন। সকালে আরও শিক্ষার্থী যোগ দেবেন। পরীক্ষার মধ্যেও শিক্ষার্থীরা যেন অংশ নিতে পারেন, সে বিবেচনায় কর্মসূচি সাজানো হয়েছে বলেও জানান তিনি।
আরেক বক্তব্যে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীরা এখনও নিয়মিত ক্লাসে ফিরতে পারেননি। রাষ্ট্রপতির অধ্যাদেশ ছাড়া এই সমস্যার সমাধান নেই বলেও দাবি করেন আন্দোলনকারীরা।
দিনভর আন্দোলন, সড়ক অবরোধ, এবং রাতভর অবস্থান সব মিলিয়ে সাত কলেজের শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ে এক কঠোর অবস্থান নিয়েছে। তারা বলছে, অধ্যাদেশের মাধ্যমে পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থীই ঘরে ফিরবে না।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (Live)
- আজ বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ: কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- কিছুক্ষণ পর বাংলাদেশ বনাম ব্রাজিলের ম্যাচ: খেলাটি সরাসরি দেখবেন যেভাবে
- শেষ হলো বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচ, জানুন ফলাফল
- বাংলাদেশ বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: খেলাটি সরাসরি দেখুন এখানে (LIVE)
- আর্জেন্টিনা ও ব্রাজিলের মুখোমুখি বাংলাদেশ, জেনে নিন সময়সূচি
- ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম ব্রাজিল ম্যাচের প্রথমার্ধ শেষ, কে এগিয়ে?
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের ফাইনাল টি-২০ ম্যাচ: সরাসরি দেখুন এখানে(LIVE)
- ঢাকায় ল্যাটিন-বাংলা সুপার কাপ, বাংলাদেশ-ব্রাজিল ও আর্জেন্টিনার ম্যাচ কবে
- ঢাকা বোর্ডে এইচএসসির বৃত্তির তালিকা প্রকাশ, দেখুন তালিকা
- বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড: ৩য় টি-২০ ম্যাচটি শেষ, জানুন ফলাফল
- ঢাকায় ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ, টিকিটসহ জেনে নিন বিস্তারিত
- ব্রাজিল বনাম আর্জেন্টিনা: কবে, কখন, কোথায়-যেভাবে দেখবেন সরাসরি